IPL 2021 যে 4টি দল সেমিফাইনাল খেলবে 100% কনফার্ম

IPL 2021 বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহী খেলা হবে যেখানে সব দলেরই ইতিমধ্যে সাতটি করে ম্যাচ খেলা হয়ে গেছে। 7টি করে ম্যাচ খেলার পর কোন দল আপাতত এবছর আইপিএলে Playoffs অর্থাৎ সেমিফাইনালে উঠতে পারবে। অবশ্যই আপনাদের কাছে কথা বলব অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন কোন 4টি দল Playoffs ওঠার সবথেকে সম্ভাবনা বেশি। 

  • যেখানে তো পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এই দলটি আটটি ম্যাচ খেলে 12 পয়েন্ট পেয়েছে। আর 6টি ম্যাচের মধ্যে যদি 2টি ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হিসাবে 16 এবং তারা অবশ্যই Playoffs  উঠে যাবে।
  • দ্বিতীয় ও তৃতীয় নম্বর স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই দুটি দল ছাত্রী ম্যাচ খেলে 5 টি জিততে আপতত 10 পয়েন্ট অধিকার করে আছে। যেখানে এই দুটি দল যদি 7 টি ম্যাচের মধ্য যদি তারা তিনটে ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 16 এবং তারাও 100 পার্সেন্ট কনফার্ম যে এবছর IPL 2021 Playoffs উঠবেই।
  •  চতুর্থ নম্বর স্থানে আপাতত আছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই দলটি কিন্তু যখন যা কিছু করে দেওয়ার ক্ষমতা রাখে। আপাতত সাতটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট আর যেখানে চারটি ম্যাচ জিতেছে আর যদি সাতটি ম্যাচের মধ্য চারটি ম্যাচ জিতে যায় তাহলে তারা 100% কনফার্ম IPL 2021 Playoffs উঠবেই। যেখানে এই দলটি ক্ষমতা রাখে তারা কিন্তু সাতটি ম্যাচের মধ্য যা কিছু করে নিতে পারে তার কারণ এদের শুরুটা অবশ্যই আস্তে হলেও চেষ্টা কিন্তু জোরেই হয়। 

তো আপাতত এই চারটি দল ও তার প্রবল সম্ভাবনা কিন্তু বস এইটা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।  যেখানে যা কিছু হতে পারে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু শেষের দিক থেকে একদম প্রথম দিকে চলে আসতে পারে এমনটা নাটক অনেকবার দেখা গেছে। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যে কোন চারটি দল উঠতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*