IPL 2021 বাকি ম্যাচে RCB ফিনিশার কে কে

IPL 2021 বাকি 31 টি ম্যাচ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহী যেখানে ইতিমধ্যেই সমস্ত দল এবং দলের প্লেয়ার গুলো গিয়ে পৌঁছেছে এবং তারা এখন আইপিএল এর জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। আপনাদেরকে জানাই যে অবশ্যই আইপিএলের যেকোনো সময় যা কিছু ঘটতে পারে এটা আপনারা এতদিন ধরে দেখতে আসছেন। যেখানে শেষ 3 ওভারে 50 রান বাকি থাকলেও এই রান তুলে দেওয়া অবশ্যই সম্ভব থাকে আর এরকমটা অনেক জনেই করে দেখিয়েছে। যেখানে অবশ্যই টার্গেট তুলতে গেলে দলগুলির লাগে একটা ভালো ফিনিশার। আইপিএল বাকি ম্যাচের জন্য রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর ফিনিশার কোন কোন প্লেয়ার হতে চলেছে ।

IPL 2021  RCB finisher -যেখানে আপনাদেরকে জানাই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফিনিশার বলতে সবচেয়ে বড় নাম তাদের এবিডিবিলিয়াস যেখানে সে একাই ম্যাচ ফিনিশ করে দিতে পারে। এটা আর আলাদা করে কিছু বলার নাই তাহলে এবিডিবিলিয়াস এর সাথে গ্লেন ম্যাক্সওয়েল কেউ আপনারা ফিনিশ করতে দেখতে পাবেন কিন্তু তাদের মূল ফিনিশার থাকছে এবিডিবিলিয়াস কিন্তু নিচে ব্যাটিং করতে নামে বেশি এবিডিবিলিয়াস ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*