IPL 2021 বাকি ম্যাচে ঝড় তুলবে আন্দ্রে রাসেল

IPL 2021 কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে নামছে আরসিবির বিপক্ষে 20 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির সেই শেখ জায়েদ স্টেডিয়াম। কিন্তু তার আগে আজকে আপনাদের কাছে জানাবো যে রাসেল কলকাতা নাইট রাইডার্স এর মূল পেলেয়ার কতটা তৈরি। যেখানে ২০২০ যখন আইপিএলে হয়েছিল তখন সংযুক্ত আরব আমিরশাহী তে প্রায় 5 থেকে 6 টি ম্যাচ খেলতে পারিনি শুধুমাত্র তার ইনজুরির কারণে । IPL 2020 কলকাতা নাইট রাইডার্স এর রাসেলের কোন মতে ফর্মে ছিল না সেরকম একটা তার ব্যাট থেকে রান দেখতে পাওয়া যায়নি। CPL 2020 থেকেই তিনি ইনজুরিতে ভুগছিল এবং তারপরে সংযুক্ত আরব আমিরশাহী তে এসে তিনি অনেক ম্যাচ মিস করেছেন। কিন্তু এ বছর তা আর হচ্ছে না এটা আপনাদের সামনে প্রমাণ তো অবশ্যই কতটা তৈরি সেটা শেষ পর্যন্ত দেখেই আপনারা জানতে পারবেন ।

IPL 2021 এবারা সংযুক্ত আরব আমিরশাহী তে হবে বাকি ম্যাচগুলো এবং তিনি কিন্তু CPL 2021  ঝড় তুলেছেন এক কথায় বলা যেতে পারে। অর্থাৎ তিনি এখন পুরোপুরি ফিট এবং আইপিএলে কলকাতা নাইট রাইস এর ফ্যানরা তার কাছে ভাল কিছু আশা করে বসে আছে। যেখানে হয়তো তার যদি ব্যাটেই টুর্ণামেন্টে একবার চলে যায় কলকাতা নাইট রাইডার্স হামেশাই চ্যাম্পিয়ন হতে পারে এইটা বলার দ্বিধা রাখেনা। শুধুমাত্র রাসেলের জায়গায় ব্যবহার করতে হবে এবং অবশ্যই তার ফিটনেস যেন সম্পূর্ণ ঠিক হয় আর সেটাই এবছর সম্পূর্ণ ঠিক। আয় রাসেলকে এবার শুধু ঠিক জায়গায় ব্যবহার করার দায়িত্ব কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্টের। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*