IPL 2021 প্রথম ম্যাচের আগে সুখবর আসলো চেন্নাই সুপার কিংস

IPL 2021 প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স 19 সেপ্টেম্বর। এ ম্যাচটি আগে চেন্নাই সুপার কিংসের ফ্যানদের জন্য খুবই খারাপ খবর দিয়েছিল ডুপ্লেসি । তার কারণ আপনারা জানেন যে চোটের কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাকে দেখা যায়নি শেষের ম্যাচ গুলিতে আপাতত চেন্নাই সুপার কিংসের ওপেনার এই faf du plessis। এবং ভক্তরা এটাই মনে করেছিল যে এবছর চেন্নাই সুপার কিংস এর faf du plessis কে আমরা হয়তো আর দেখতে পাবো না। আর এটাই স্বাভাবিক কিন্তু তার আগে অবশ্যই সুখবর দিলেন সেই নিজেই। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আপনারা জানতে পারবেন কি এই সুখবর।

যেখানে অবশ্যই চেন্নাই সুপার কিংস এর প্রথম ম্যাচে উপস্থিতি থাকছে এই faf du plessis সে নিজেই জানিয়ে দিলেন। যেখানে 19শে সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এবং সবচেয়ে বড় সুখবর এই ওপেনার অর্থাৎfaf du plessis  প্রথম ম্যাচ থেকেই তিনি নিজেই খেলবেন বলে জানিয়েছে। আপাতত দেখা যাক ম্যাচ পুরোপুরি ফিট faf du plessis কিন্তু কোচকে তাকে খেলতে যাবে এখন এটাই বড় ব্যাপার। যেখানে সিপিএলের ফাইনালে অবশ্যই তাকে কিন্তু দেখা যায়নি তা বলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে  দুর্দান্ত পারফরম্যান্স ছিল এই প্লেয়ারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*