
IPL 2021 দ্বিতীয় ভাগ শুরু হতে আর বেশি দিন নয় যেখানে 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তো সেখানে অনেক দল ইতিমধ্যে পৌঁছে গেছে এবং অনুশীলন শুরু করেছে এবং এটা আপনারা সবাই জানেন। এবং 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে বড় মহাযুদ্ধ। আমরা এখানে আপনাদেরকে জানাবো কোন দল সংযুক্ত আরব আমিরশাহী তে শক্তিশালী কোন দিকে এবং কোন দিকে তাদের দুর্বলতা।তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনিও কোন দলের সাপোর্ট করছেন এটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।প্রথমে আলোচনা করা যাক পাঞ্জাব কিংস এর শক্তিশালী দিক দুর্বল দিক আপনাদের সাথে আলোচনা করতে চলেছে।
- এবার কথা বলা যায় যে পাঞ্জাব কিং অর্থাৎ পৃতিজিন্তার দলের সবথেকে শক্তিশালী দিক গুলি । তো আপনাদেরকে জানিয়ে দেই এই দলের সবথেকে শক্তিশালী দিক এদের টপ অর্ডার ব্যাটসম্যান গুলি । যেখানে আপনারা দেখেছেন ক্রিস গেইল কে এল রাহুল এবং মায়ানক আগারওয়াল চলে এই দল কিন্তু অনেক রান করে দেয় ।
- আরে ঈগলের দুর্বলতা অর্থাৎ পাঞ্জাব কিংস আপনারা দেখবেন এই দলের সেই ভাবে বলার নেই । মাত্র পাঁচটি বলা নিয়ে খেলে এবং তার মধ্যে বিদেশি বলার থেকে শুরু করে ভারতীয় বোলার একটাও সেইভাবে ঠিকঠাক করতে পারে না। আর সব থেকে বড় ব্যাপার এই দলে মোহাম্মদ সামি ছাড়া সেইভাবে কোন অভিজ্ঞ বলার নেই বা অলরাউন্ডার নেই যে কিনা একহাতে ম্যাচটি জেতাবে।
Leave a Reply