
IPL 2021 দিল্লির বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স এর দুর্দান্ত জয় কলকাতা কয়টি ম্যাচ জিতলে অবশ্যই সেমিফাইনালে যাবে আপনাদের কি এখানে জানাতে চলেছি। কলকাতা আপাতত এবছরের পয়েন্ট টেবিল আপনারা দেখেন তো তারা চতুর্থ স্থানে আছে যেখানে 11 টি ম্যাচ খেলেছে এবং 10 পয়েন্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যেখানে চেন্নাই এর বিপক্ষে হারার পর দিল্লির বিপক্ষে জেতার জন্যই কলকাতা সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও বেড়ে যায়।
কলকাতা নাইট রাইডার্স যদি এখনও সেমিফাইনালের টিকিট প্রায় কনফার্ম ভাবে পাকাপাকি করতে চায় তাহলে। কলকাতা নাইট রাইডার্স এর রান রেট প্লাস আছে বলে তাকে যে করে হোক 14 পয়েন্ট করতেই হবে। সেখানে আপাতত 10 পয়েন্ট নিয়ে এই পর্যন্ত 11 টি ম্যাচ খেলে কনফার্ম তারা চতুর্থ স্থানে আছে। কলকাতা নাইট রাইডার্স আর যদি দুটি ম্যাচ জিততে পারে তিনটি ম্যাচের মধ্য তাহলে একদম কনফার্ম সেমিফাইনাল খেলবে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যে কলকাতা কি সেমিফাইনাল করতে পারবে।
Leave a Reply