
- কলকাতা নাইট রাইডার্স এর এবছরের ওপেনার থাকছে শুভমান গিল এবং নিতিশ রানা
- চেন্নাই সুপার কিংসের ওপেনার থাকছে ঋতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডুপ্লেসি
- মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার হিসেবে থাকছে রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক
- রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওপেনার হিসেবে থাকছে বিরাট কোহলি এবং দেবদূত পার্টিকল
- পাঞ্জাব কিংসের ওপেনার লোকেশ রাহুল এবং মায়ানক আগারওয়াল
- রাজস্থান রয়েলসের ওপেনার হিসেবে থাকছে ইভেন লুইস এবং মান্নান ভরা
- দিল্লি ক্যাপিটালস এর ওপেনার হিসেবে থাকছে শেখর ধাওয়ান ও পৃথ্বী সাউ
- সানরাইজ হায়দ্রাবাদের ওপেনার হিসেবে থাকছে ডেভিড ওয়ার্নার এবং মনিশ পান্ডে
IPL 2021 সমস্ত দলের জন্য এইসব পেলেয়ার তাদের ওপেনার হিসেবে দেখতে পাবেন আপনারা প্রথম একাদশে । এবং আপনাদের মতামত অবশ্যই জানান যে কোন দলের ওপেনার বেশি শক্তিশালী হতে পারে। যেখানে আমার মতামত জানায় তো সব থেকে বেশি শক্তিশালী ওপেনার হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের যেখানে রোহিত শর্মা ও কুইন্টন ডি কক আছে। এবং দ্বিতীয়তো পাঞ্জাব কিংসের ওপেনার শক্তিশালী হতে পারেন তার কারণ কে এল রাহুল এবং মায়ানক আগারওয়াল আছে। এবং যদি তৃতীয়তঃ দেখেনতো দিল্লি ক্যাপিটালস ওপেনার শিখর ধাওয়ান ও পৃথি সাও ওরাও ভালো খেলেছে।
Leave a Reply