
IPL 2021 একদম শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর কয়েকটি ম্যাচ পরে শুরু হবে সেই সেমিফাইনালের ম্যাচ। কিন্তু তার আগে পাঞ্জাব কলকাতা এবং মুম্বাই এর ম্যাচগুলো এখন একটি ম্যাচ যেন নকআউট ম্যাচের মতো অর্থাৎ একটি ম্যাচ হারলে বাড়ি চলে যেতে হবে। কিন্তু পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স হারার পরেও তাদের কাছে একটি বড় সুযোগ থাকছে সেমিফাইনাল খেলার জন্য।
- প্রথমে তো কালকে দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কে দুটো সেমিফাইনাল খেলতে হয়। তাহলে অবশ্যই ফ্যানরা চাও যেন কালকের ম্যাচে মুম্বাই হেরে যায়। তাহলে মুম্বাই পরপর দুটি ম্যাচ জিতলেও মুম্বাইয়ের পয়েন্ট হয়ে যাবে 14 ।
- দ্বিতীয়তঃ কলকাতা নাইট রাইডার্স এর সামনের দুটি ম্যাচ আছে এবং সেই দুটি ম্যাচে দুটি জিততে হবে। এবং সেই দুটি ম্যাচে যদি কলকাতা জিতে যায় এবং মুম্বাই ইন্ডিয়ান যদি আরেকটি ম্যাচ হারে। তাহলে কলকাতার নাইট রাইডার্স এখানে অবশ্য সেমিফাইনাল খেলবে তার কারণ তাদের রানরেট + আছে।
পাঞ্জাবের বিপক্ষে হেরে কলকাতা নাইট রাইডার্স এর বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে বারোটি ম্যাচ খেলে সেই 10 পয়েন্টে আছে।
Leave a Reply