
IPL 2021 ফাইনালে মুখোমুখি হচ্ছে Kolkata Knight Riders vs Chennai Super Kings এ বছর আইপিএলের ফাইনালে. আর ফাইনাল ম্যাচে কলকাতার দলে অবশ্যই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন. তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার যে ফাইনাল ম্যাচে কে কে খেলবে সাকিব নাকি রাসেল আর ফ্যানদের মনে অনেক কোশ্চেন আছে যে ইয়ন মর্গ্যান ক্যাপ্টেনকে বসানো হোক. সবই উত্তর এখানে আমার মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন.
আজকে চেন্নাই সুপার কিংস এর ম্যাচ রাসেল নেই সবচেয়ে বড় ব্যাপার হয়ে উঠতে পারে তাই. যেখানে সেমিফাইনালে যে দল নিয়ে নিয়েছিল সেই দল নিয়ে মাঠে নামছে Kolkata Knight Riders. কিন্তু কেন নেই রাসেল অবশ্যই আপনাদেরকে জানাতে চলেছি . রাসেলের পায়ে চোট লেগেছিল সেটা অবশ্যই ভয়ঙ্কর চোট ছিল এটা মানতে হবে. এইজন্যেই সংযুক্ত আরব আমিরশাহী তে তিন নম্বর ম্যাচের 17 তম ওভারে তাকে চলে যেতে মাঠ ছেড়ে . এবং আজকের ম্যাচের না খেলার কারণে রাসেল ফিট কিন্তু পুরো ফিট নয়. তিনি ব্যাটিং করলেও বোলিং করতে পারবে না এই জন্যই তাকে নেওয়া হলো না ফাইনাল ম্যাচে. চেন্নাই সুপার কিংস এর কাছে অবশ্যই তাদের ব্যাটিং লাইনআপ দেখলে 6 নম্বর বলার অবশ্যই খেলানো দরকার.
Leave a Reply