
Asian Games 2023-বুধবার চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমসে মহিলাদের ২৫ মিটার পিস্তল দলগত ইভেন্টে মনু ভাকের, এস এশা সিং এবং রিদম সাংওয়ানের ভারতীয় ত্রয়ী স্বর্ণপদক জিতেছে। ভারত মোট ১৭৫৯ স্কোর অর্জন করেছে। চিনকে সংক্ষিপ্তভাবে পিছনে ফেলে দিয়ে এই পদক অর্জন করেছে ভারত। চিন ১৭৫৬ স্কোর করে রুপোর পদক অর্জন করেছে। কোরিয়া প্রজাতন্ত্র ১৭৪২ স্কোর করে ব্রোঞ্জ পদক দাবি করেছে। যোগ্যতা রাউন্ডের সময়, মানু একটি অসামান্য পারফরম্যান্স প্রদর্শন করেন এবং শীর্ষস্থানীয় ৫৯০ স্কোর সহ চার্ট।
এশাও প্রশংসনীয় পারফরম্যান্স করেছিলেন। ৫৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ছিলেন। তাঁর ৫৮৩ স্কোর সত্ত্বেও, প্রতি দেশে মাত্র দুইজন শুটারকে অনুমতি দেওয়ার নিয়মের কারণে ফাইনাল থেকে বঞ্চিত হয়। চলতি এশিয়াডে ভারতের অসাধারণ পারফরম্যান্স লক্ষণীয়। এখনও পর্যন্ত তারা চারটি স্বর্ণ, পাঁচটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ পদক সহ মোট ১৬টি পদক সংগ্রহ করেছে ভারত।
Leave a Reply