
লাইভ আপডেটস
Updated: 28 Sep 2023, 04:41 PM IST
India vs Saudi Arabia, Asian Games Football: এশিয়ান গেমসের রাউন্ড-১৬-তে ভারতী ফুটবল দলের সামনে বড় চ্যালেঞ্জ। প্রি-কোয়ার্টারে সৌদি আরবের মুখোমুখি সুনীলরা। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৫৭ নম্বরে থাকা দলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। কী হবে ফল? জানতে হলে চোখ রাখুন HT বাংলার লাইভ আপডেটে।
সৌদি আরবের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড একেবারেই ভালো নয়। এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ সৌদি আরব। ভারতের থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে। ভারতের সঙ্গে পাঁচ সাক্ষাতে ১৮ গোল করেছে সৌদি। অন্যদিকে ভারতের গোল সংখ্যা মাত্র দুই। এশিয়ান গেমসের মঞ্চে শেষ বার ১৯৮২ সালে মুখোমুখি হয় দুই দেশ। নয়াদিল্লিতে কোয়ার্টার ফাইনালে এক গোলে জিতেছিল সৌদি। কিন্তু নিজেদের ফোকাস থেকে এতটুকু সরছেন না সুনীল ছেত্রীরা। হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শেষ ষোলোর বাধা পেরোনোর জন্য নিজেদের উজাড় করে দিতে তৈরি ভারতীয় দল।
কঠিন লড়াইয়ের মুখে ভারত
এশিয়ান গেমসের ‘রাউন্ড অফ ১৬’-তে সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে ভারত। সৌদির যেখানে ফিফা র্যাঙ্কিং ৫৭, সেখানে ভারত আছে ১০২ নম্বরে। যে দলের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলেছে ভারত। ১৮টি দল হজম করেছে। নিজেরা দু’টি গোল করেছে। এশিয়াডে শেষবার ১৯৮২ সালে মুখোমুখি হয় দুই দেশ। নয়াদিল্লিতে কোয়ার্টার ফাইনালে এক গোলে জিতেছিল সৌদি। সেই দলের বিরুদ্ধে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে সুনীল ছেত্রীরা।
Leave a Reply