ভারত বনাম পাকিস্তান কে জিতবে T20 বিশ্বকাপে

T20 World Cup 2021 বিশ্বকাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো এই ম্যাচটি India vs Pakistan। এই ম্যাচের ওপর কিন্তু সারা বিশ্ব তাকিয়ে আছে তার কারণ ভারত ও পাকিস্তানের কাছে বিশ্বকাপ দরকার নেই শুধু তারা নিজের দেশটা এই ম্যাচটা জিতলেই অনেক বেশি হবে। আজ আপনাদের জানাবো এই ম্যাচটি কে জিততে পারে অর্থাৎ জেতার সম্ভাবনা বেশি কার। এবছরের ভারত ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম ম্যাচ হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 

ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটি আপনারা দেখতে পাবেন 24 শে অক্টোবর রবিবার সন্ধ্যা 7:30 থেকে। যদি এই দুটি দলের মধ্যে শক্তিশালী দল বলা যায় তাহলে তো অবশ্যই ভারতকেই মানা হবে। তার কারণ টানা একমাস ভারতীয় দল এখানে রয়েছে এবং এই মাঠে খেলছে। এবং এই খেলাটা যেহেতু দুবাইয়ে হবে সেখানে অবশ্য একটু ব্যাটিং পিচ হবে। আর আপনাদেরকে এটা জানিয়ে দেই ভারতীয়রা এখানে আইপিএল খেলেছে তাই জন্য সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছে। আমার মতামত ও বলছে এখানে ভারতের ম্যাচ কে জিতবে তার কারণ 12 বার বিশ্বকাপে হারিয়েছে পাকিস্তানকে-ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*