
- ভারত-5/0 ( 0.3 ওভার ) বনাম পাকিস্তান
- রোহিত শর্মা-4* কে এল রাহুল-1*
- পাকিস্তান টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিল
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ সন্ধ্যে 8টা থেকে শুরু হচ্ছে
Asia cup 2022 ভারত বনাম পাকিস্তানের সুপার 4 অর্থাৎ ফাইনালের প্রথম ম্যাচ. যেখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটি দেখবে ভারত পাকিস্তানের বিপক্ষে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান.
এশিয়া কাপ 2022 শুরু হচ্ছে 27 আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহী তে যেখানে ফাইনাল ম্যাচ খেলে হবে 11 ই সেপ্টেম্বর. যেখানে এশিয়া কাপ 2022 ম্যাচ ফাইনাল ম্যাচ খেলা হবে আরব আমিরশাহির দুবাই স্টেডিয়ামে. বন্ধুরা এ বছর আপনি এশিয়া কাপ 2022 এ কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই নিচে কমেন্টে জানান. এবছর এশিয়া কাপে মোট ছয়টি দল খেলছে-ভারত ,শ্রীলংকা ,পাকিস্তান , বাংলাদেশ , আফগানিস্তান ,হংকং. এশিয়া কাপ এবার আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে হবে- আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ক্রিকেট স্টেডিয়াম যেখানে শেষ বছরের মতো এশিয়া কাপ 2018 সালে এবং তখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়. কিন্তু এ বছরে কোন দলটি চ্যাম্পিয়ন হবে অবশ্য নিজে কমেন্টে জানান আপনাদের মতামত দেখি কতটা ঠিক হয়. এশিয়া কাপের সব খুঁটিনাটি আপডেট পেতে হলে আমাদের কে ফলো রাখতে হবে সব সময় আপনাদের কে সব খবর দিয়ে দেবো বাংলায়.
Leave a Reply