India vs Iraq Kings Cup 2023 Live Match: গোললল… মহেশের গোলে এগিয়ে গেল ভারত


চলতি বছরে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ন’টিতে জিতেছে এবং দু’টিতে ড্র করেছে তারা। অর্থাৎ এই বছরে এখনও পর্যন্ত হারের মুখে দেখেনি ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের ভারতীয় দল।

07 Sep 2023, 04:20:50 PM IST

গোলললল

ম্যাচের ১৭ মিনিটে মহেশের গোলে এগিয়েগেল ভারত। ইরাকের বিরুদ্ধে লিড নিল ভারত। সামাদের পাশ থেকে গোল করলেন মহেশ।

07 Sep 2023, 04:17:43 PM IST

জেনে নিন এই ম্যাচের কিছু নিয়ম

এই ম্যাচে কোনও VAR নেই। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফল না পাওয়া গেলে, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে না, সরাসরি টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে।   

07 Sep 2023, 04:16:16 PM IST

১২ মিনিট- ভারত-০ ইরাক-০

প্রথমে শুরুটা ভালো করেছিল ইরাক, তবে ধীরে ধীরে ম্য়াচের রাশ ধরছে ভারত। মাঝ মাঠের হাল ধরতে চাইছে ভারত।

07 Sep 2023, 04:12:46 PM IST

দারুণ সেভ দিলেন গুরপ্রীত

ম্যাচের ৯ মিনিটে ফ্রি কিক পেয়েছিল ইরাক, গোলের মুখ প্রায় খুঁজে পেয়েছিল তারা। শেষ পর্যন্ত দারুণ সেভ দিলেন গুরপ্রীত।  

07 Sep 2023, 04:10:38 PM IST

৬ মিনিট- ভারত-০ ইরাক-০

এখনও দুই দল কোনও গোল করতে পারল না। দারুণ ফুটবল খেলছে ব্লু টাইগাররা। শক্তিশালী ইরাককে বেশ চ্যালেঞ্জ দিচ্ছেন আশিক কুরুনিয়ানরা।

07 Sep 2023, 04:03:44 PM IST

শুরু হয়ে গেল কিংস কাপের সেমিফাইনাল 

নীল জার্সি গায়ে মাঠে নেমেছে ভারতীয় দল, সাদা জার্সি পরে মাঠে নেমেছে ইরাক।

07 Sep 2023, 04:01:39 PM IST

মাঠে নেমে পড়েছে দুই দল

দুই দলই এখন থাইল্যান্ডের চিয়াং মাইয়ে স্টেডিয়ামে নেমে পড়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হতে চলেছে এই ম্যাচ। সুনীলের অনুপস্থিতিতে গুরপ্রীত দলের নেতৃত্ব করবেন। 

07 Sep 2023, 03:58:34 PM IST

ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা কী?

ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে তাদের সেরা তারকা সুনীল ছেত্রীর অনুপস্থিতি। পারিবারিক কারণে তিনি এই টুর্নামেন্টে খেলছেন না। সুনীলের অনুপস্থিতিতে দলের বাকি ফুটবলাররা দলকে কতটা উজ্জীবিত করে এবং কতটা ভালো ফুটবল খেলতে পারে সেটাই দেখার।

07 Sep 2023, 03:49:51 PM IST

দেখে নিন ভারতের প্রথম একাদশ 

গুরপ্রীত (গোলরক্ষক); নিখিল, আনোয়ার, সন্দেশ, আকাশ, জ্যাকসন, থাপা, মহেশ, সাহাল, আশিক, মনভীর

07 Sep 2023, 03:48:06 PM IST

হেড টু হেডে এগিয়ে কারা

ফুটবল মাঠে এখনও পর্যন্ত ছয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত ও ইরাক। চারবার জিতেছে ইরাক এবং দুটো ম্যাচ ড্র হয়েছে। ফলে এখনও পর্যন্ত ইরাকের বিরুদ্ধে জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। শেষ সাক্ষাতে ২০১১ এশিয়ান কাপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল ইরাক।

07 Sep 2023, 03:40:12 PM IST

HT বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত 

ঘরের মাঠে টানা সাফল্যের পর এ বার বিদেশের মাটিতে ভারতীয় ফুটবল দলের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এবারে কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতের সিনিয়র ফুটবল দল। বৃহস্পতিবার থাইল্যান্ডের চিয়াং মাইয়ে, কিংস কাপের সেমিফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। চলতি বছরে ভারত এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ন’টিতে জিতেছে এবং দু’টিতে ড্র করেছে। অর্থাৎ এই বছরে এখন পর্যন্ত হারের মুখে দেখেনি ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের ভারতীয় দল।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*