
- হংকং-48/1 (5.4 ওভার) বনাম ভারত
- আর্ষদীপ সিংয়ের বলে আউট হলেন মুর্তাজা – (2 ওভার এর মাথায় )
- ভারত- 192/2
- বিরাট কোহলি 59 সূর্য কুমার যাদব 68
- ভারত বনাম হংকং ম্যাচটি শুরু হচ্ছে রাত ৮ টা থেকে
Asia Cup 2022 আজ এশিয়া কাপের ভারত খেলতে নামছে দ্বিতীয় ম্যাচ যেখানে মুখোমুখি হচ্ছে হংকংয়ের. অবশ্যই ম্যাচে জেতার সুযোগ বেশি ভারতের আপনাদের মতামত নিচে কমেন্টে জানান. এই ম্যাচটি অবশ্য আপনারা আমাদের এখানে লাইভ স্কোর আপডেট তার সাথে সাথে কমেন্টও দেখতে পেয়ে যাবেন আপনারা সঙ্গে থাকবেন।
এশিয়া কাপ 2022 শুরু হচ্ছে 27 আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহী তে যেখানে ফাইনাল ম্যাচ খেলে হবে 11 ই সেপ্টেম্বর. যেখানে এশিয়া কাপ 2022 ম্যাচ ফাইনাল ম্যাচ খেলা হবে আরব আমিরশাহির দুবাই স্টেডিয়ামে. বন্ধুরা এ বছর আপনি এশিয়া কাপ 2022 এ কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই নিচে কমেন্টে জানান. এবছর এশিয়া কাপে মোট ছয়টি দল খেলছে-ভারত ,শ্রীলংকা ,পাকিস্তান , বাংলাদেশ , আফগানিস্তান ,হংকং. এশিয়া কাপ এবার আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে হবে- আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ক্রিকেট স্টেডিয়াম যেখানে শেষ বছরের মতো এশিয়া কাপ 2018 সালে এবং তখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়. কিন্তু এ বছরে কোন দলটি চ্যাম্পিয়ন হবে অবশ্য নিজে
Hi! I just wish to give you a big thumbs up for your excellent info you have got here on this post. I will be returning to your blog for more soon.