FIH Ranking: হকিতে তিনে উঠে এল ভারতের ছেলেরা, সাতে মেয়েরা


শুভব্রত মুখার্জি: বিশ্ব হকির নিয়ামক সংস্থা এফআইএইচ সোমবারেই প্রকাশ করেছে হকির দলগুলোর নয়া ক্রমতালিকা। পুরুষ এবং মহিলা উভয় বিভাগের জন্য ঘোষিত হয়েছে এই তালিকা। সদ্য প্রকাশিত ক্রমতালিকায় উন্নতি ঘটেছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলেরই। ভারতীয় পুরুষ হকি দল অর্থাৎ হরমনপ্রীত সিংরা উঠে এসেছেন তিন নম্বরে। আর অন্যদিকে মহিলা হকি দল অর্থাৎ বন্দনা কাটারিয়ারা উঠে এসেছেন সাত নম্বরে। গত টোকি অলিম্পিক্সে ভারতীয় দল দুই বিভাগেই ভালো ফল করেছিল। পুরুষদের বিভাগে তারা ব্রোঞ্জ জিতেছিল। আর মহিলা বিভাগে তারা অল্পের জন‌্য ব্রোঞ্জ পদক হারিয়েছিল। তারপর থেকেই বেশ ভালো ফর্মে রয়েছে দুই দল। আর ক্রমতালিকায় তাদের এই উন্নতি সেকথাই প্রমাণ করে।

ভারতীয় পুরুষ দলের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ২৭৭১ পয়েন্ট। আর এর ফলেই তারা উঠে এসেছে তিন নম্বরে। ২০২২ সালের মে মাসে বিশ্ব ক্রমতালিকায় নিচের দিকে নেমে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে কামব্যাক ঘটালো তারা। গত মাসে চেন্নাইতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। আর সেই কারণেই ক্রমতালিকায় উন্নতি ঘটল তাদের। ভারত তাদের ছটি ম্যাচ জেতে। একটি ম্যাচ ড্র করে। ক্রমতালিকায় প্রথম তিন থেকে অল্পের জন্য ছিটকে গিয়েছে ইংল্যান্ড দল। তাদের ঝুলিতে রয়েছে ২৭৪৫ পয়েন্ট। ইউরো হকি ফাইনালে নেদারল্যান্ডস দলের কাছে তারা হেরে যায় ২-১ ফলে। তারপরেই ক্রমতালিকায় পিছিয়ে পরে তারা।

তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস দল। তাদের ঝুলিতে রয়েছে ৩১১৩ হয়ে। দুই নম্বরে রয়েছে বেলজিয়াম।তাদের ঝুলিতে রয়েছে ২৯৮৯ পয়েন্ট। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে জার্মানি এবং অস্ট্রেলিয়া। মহিলা বিভাগে ও শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। ৩৪২২ পয়েন্ট রয়েছে তাদের। দুই এবং তিন নম্বরে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া (২৮১৮) এবং অস্ট্রেলিয়া (২৭৬৭)। চার নম্বরে রয়েছে বেলজিয়াম (২৬০৯)। পাঁচে রয়েছে জার্মানি (২৫৭৪)। ২৩২৫ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ভারতীয় মহিলা দল। ক্রমতালিকায় এক ধাপ উঠে এসেছে ভারতীয় মহিলা দল।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*