Euro 2024- রোনাল্ডো-এমবাপের জোড়া গোল, মূল পর্বে পর্তুগাল-ফ্রান্স-বেলজিয়াম – European Championship 2024


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে পৌঁছে গেল পর্তুগাল। পোর্তোয় শুক্রবার রাতে স্লোভাকিয়া বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জিতল পর্তুগাল। ম্যাচে জোড়া গোল করেছেন রোনাল্ডো, একটি গোল করেন রামোস। ‘জে’ গ্রুপে এখনও নিজেদের সবকটি ম্যাচই জিতল পর্তুগাল। তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল জার্মানির টিকিট।

ম্যাচের কথা বললে, প্রথমার্ধে লড়াই ছিল একপেশে। স্লোভাকিয়ার গোলরক্ষকের দুর্দান্ত কয়েকটি সেভের মাঝেই জালের দেখা পেলেন গনসালো রামোস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্লোভাকিয়া, দুই দফা ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুলেছিল তারা। তবে শেষ পর্যন্ত পর্তুগালের জয়রথ থামাতে পারল না তারা। রোনাল্ডোর দ্বিতীয় গোলটাই হয়ে গেল জয়ের নির্ধারক।

অন্যদিকে আগামী বছর অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবার রাতে অনুষ্ঠিত বাছাই পর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েই তারা চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়ে গিয়েছে। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ২-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারায় বিশ্বকাপের রানার্স আপরা। এই জয়ে ফলের গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে এমবাপেরা। ‘বি’ গ্রুপে ৬ ম্যাচে ছটিতেই জিতেছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপে সকলের উপরে রয়েছে তারা।

ক্লাব ফুটবলে টানা চার ম্যাচে কোনও গোল পাননি ২৪ বছরের এমবাপে। কিন্তু জাতীয় দলের হয়ে মাঠে নামতেই গোলের দরজা খুলে গেল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ শুরু হতে না হতেই গোল দেন। ম্যাচের বয়স তখন মাত্র ৭ মিনিট। জোনাথন ক্লাউসের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন এমবাপে। এমবাপে দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। প্রথমার্ধে যেমন খেলার শুরুতে গোল পেয়েছিলেন দ্বিতীয়ার্ধে তেমনি। খেলা শুরুর অষ্টম মিনিটে গোলটি করেন তিনি।

অস্ট্রিয়ার বিরুদ্ধে জালের দেখা পেয়ে দারুণ এক কীর্তি গড়েছেন লুকাকু। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন বেলজিয়ামের এই ফুটবলার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে শুক্রবার রাতে এই কীর্তি গড়েন লুকাকু। দেশের হয়ে এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ৭৮টি। পেলে ব্রাজিলের জার্সিতে করেছিলেন ৭৭টি গোল। ম্যাচটি ৩-২ গোলে জেতে বেলজিয়াম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*