
England vs West Indies বিশ্বকাপের সুপার টুয়েলভ এর দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বাজিমাত। যেখানে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটি ইংল্যান্ড একদিকে নিয়ে চলে এসেছে তার কারণ তাদের পারফরম্যান্স খুব ভালো হয়েছে বিশেষ করে বোলিং। যেখানে ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ন মরগান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা একে একে আসে এবং আউট হয়ে ফিরে যায়। যেখানে টি-টোয়েন্টি এ স্পেশালিস্ট ব্যাটসম্যানরা দ্বিতীয় ওভার থেকে আউট হতে শুরু হয় এবং 50 রান করতে তাদের 9 উইকেট হারাতে হয়।
সবচেয়ে বড় ব্যাপার আজ রাসেলের ব্যাট একদমই চলে নি। আইপিএলের ইনজুরির পর আজ আবার ও সংযুক্ত আরব আমিরশাহী তাঁর ব্যাট করতে নেমে 0 রান করেই ফিরে যেতে হয় রাসেলকে। তিনি আজ বোল্ড আউট হয়ে যান তার ইনিংসের দ্বিতীয় বলে আদিল রশিদ এর ওভারে। শেষ-মেষ ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় 55 রানে। এবং আদিল রশিদ 14 টি বল করেছে এবং চারটি উইকেট পেয়েছে।
Leave a Reply