EB vs MB Live streaming: বাগানের বদলার ম্যাচ, লাল-হলুদকে তাতাচ্ছে ১৯ বছর আগের ইতিহাস, জানুন কোথায়, কী ভাবে দেখবেন ডার্বি


১৯ বছর আগের ইতিহাসটা মোহনবাগানের কাছে বড় যন্ত্রণার। ২০০৪ সালে দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে ডুরান্ডের ফাইনালে মোহনবাগানকে ২-১ হারিয়ে শিরোপা জিতেছিল ইস্টবেঙ্গল। সেবারই শেষ বার ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। এর পর এক যুগেরও বেশি সময়ে পার হয়ে গিয়েছে। বদলে গিয়েছে ভারতীয় ফুটবলের চেহারাটা। ডার্বির আবেগেও পড়েছে ভাঁটা। তবে সেই আবেগ একেবারে মরে যায়নি। আগের মতো না হলেও, এখনও ডার্বির অস্বিস্ত ভীষণ ভাবে প্রকট বাংলার ফুটবলে।

২০২৩ সালের ১২ অগস্ট ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগান। ধারে-ভারে অনেকটাই এগিয়ে থাকা সবুজ-মেরুনকে যে ইস্টবেঙ্গল হারিয়ে দেবে, এটা অতি বড় লাল-হলুদ সমর্থকও ভাবতে পারেননি। সেটাই সম্ভব হয়েছে কোচ কার্লেস কুয়াদ্রাতের মগজাস্ত্রের সৌজন্যে। চার বছর পর ফের ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। যে জয়টা লাল-হলুদের কাছে অক্সিজেন হয়ে যায়। আর মোহনবাগান খায় বিশাল ধাক্কা।

আরও পড়ুন: প্রস্তুতির কোনও সময়ই পাইনি- ইস্টবেঙ্গলকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি, ডার্বির আগেই পিঠ বাঁচিয়ে রাখলেন ফেরান্দো

সব দিক থেকেই ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের বদলার ম্যাচ। অন্যদিকে ইস্টবেঙ্গলকে তাতাচ্ছে ইতিহাস। ১৯ বছর আগে ইস্টবেঙ্গলের কোচ সুভাষ ভৌমিক স্ট্র্যাটেজিতে জিতেছিল লাল-হলুদ। সেই সময়ে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন চন্দন দাস। তাঁর জোড়া গোলেই ম্যাচটা ২-১-এ জিতেছিল লাল-হলুদ। যেটা বোধহয় অনেক বাগান সমর্থকের মনেই ক্ষত হয়ে আছে। সঙ্গে এবার ডুরান্ডের গ্রুপ পর্বে হার। সব মিলিয়ে ২০২৩ ডুরান্ড ফাইনাল জিতে নিজেদের ক্ষততে প্রলেপ লাগাতে চাইবে মোহনবাগান। তবে সহজে হাল ছাড়বে না ইস্টবেঙ্গলও। তাদের মনে যে গত চার বছরের হারের যন্ত্রণা লুকিয়ে আছে। একটা ম্যাচ জিতলেও, জ্বালা যে এখনও পুরো মেটেনি। তাই নিঃসন্দেহে রবিবাসরীয় যুবভারতী টানটান উত্তেজনার এক ডার্বির সাক্ষী থাকতে চলেছে, এমনটা আশা করাই যায়।

আরও পড়ুন: দলের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন, বাড়তি গুরুত্ব মোহনবাগানকে- ডার্বির আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ

ডার্বি ঘিরে টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। অনেকেই টিকিট পাননি। তা বলে কি তাঁরা ডার্বি দেখবেন না? বাড়িতে বসে কী ভাবে দেখবেন ডার্বি, জেনে নিন বিস্তারিত:

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ২০২৩ ডুরান্ড কাপের ফাইনাল কবে অনুষ্ঠিত হবে?

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ২০২৩ ডুরান্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর, রবিবার।

কোথায় খেলা হবে এই ম্যাচ?

সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ম্যাচটি খেলা হবে।

কখন শুরু হবে ম্যাচ?

ম্যাচটি হওয়ার কথা রয়েছে বিকেল চারটে থেকে।

কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

ম্যাচটির সরাসরি সম্প্রচার করা হবে সোনি টেন ২, সোনি টেন ২ এইচডি চ্যানেলে।

অনলাইনে বা কী ভাবে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে। এছাড়া ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ২০২৩ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচের যাবতীয় আপডেট পাবেন HT বাংলার লাইভ আপডেটে।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*