
লাইভ আপডেটস
Updated: 26 Sep 2023, 02:36 PM IST
EB vs KSC Live: আজ কলকাতা লিগে সুপার সিক্সে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিততে পারলেই খেতাবের অনেকটাই কাছে চলে যাবে লাল-হলুদ। এই ম্যাচের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
EB vs KSC Live: আজ নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের সুপার সিক্স পর্বে খিদিরপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। আজ জিততে পারলেই খেতাবের অনেকটা সামনে এগিয়ে যাবে। খিদিরপুরের বিরুদ্ধে কেমন ভাবে দল সাজাবেন বিনো জর্জ। ম্যাচের খুটি নাটির জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
EB vs KSC Live: ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
আদিত্য পাত্র, এডউইন, অতুল উনিকৃষ্ণন, গুরসিমরৎ সিং গিল, তুহিন দাস, তন্ময় দাস, গুইতে, মুহম্মদ রোসাল, মহিতোশ রায়, জেসিন টিকে, বিষ্ণু পিভি।
EB vs KSC Live: আজ কতটা প্রস্তুত ইস্টবেঙ্গল?
কলকাতা লিগের খেতাব জিততে মরিয়া ইস্টবেঙ্গল। তাই খিদিরপুরের বিরুদ্ধে জিততে মরিয়া থাকবে বিনো জর্জের দল।
EB vs KSC Live: হিন্দুস্তান টাইস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত
নমস্কার, হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত। আজ কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল নামছে খিদিরপুরের বিরুদ্ধে। জিততে পারলেও খেতাবের অনেকটা কাছে পৌঁছে যাবে লাল-হলুদ।
Leave a Reply