
East Bengal vs Jamshedpur FC Live Score: ‘অচেনা’ জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ আছে। জামশেদপুর ‘অচেনা’ কারণ, ডুরান্ডে যে দল নামিয়েছিল পড়শি রাজ্যের ক্লাব, সেই দলের সঙ্গে আজকের দলের কার্যত কোনও মিল নেই। সেইসঙ্গে এশিয়ান গেমসের কারণে দলের একাধিক খেলোয়াড় নেই। তবে সেটা নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গলের কার্লেস কুয়াদ্রাত। যা যা নেই, তা নিয়ে ভেবে হা-হুতাশ না করে, যা আছে, সেটা দিয়েই আজ তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া তিনি। সেটা হবে কিনা, তা জানতে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসির ম্যাচের লাইভ স্কোর, লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
EB vs JFC Live Score: জামশেদপুর এফসির প্রথম একাদশে আছেন প্রণয়
টিপি রেহনেশ (গোলকিপার), দিনপুইয়া, প্রতীক চৌধুরী, এলসিনহো, ইমরান খান, প্রণয় হালদার, নংদাম্বা নাওরেম, জেরেমি মানঝোরো, অ্যালেন স্টেভানোভিচ (অধিনায়ক), নিখিল বারলা এবং ড্যানিয়েল চিমা।
EB vs JFC Live Score: আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের তালিকা
জোসে আন্তোনিও পাদ্রো লুকাস, লালচুঙ্গনুঙ্গা, হরমনজ্যোৎ খাবরা, মহম্মদ রাকিপ, মন্দার রাও দেশাই, নিশু কুমার, অতুল উন্নিকৃষ্ণণ, গুরসিমরত সিং গিল, তুহিন দাস। জর্ডন এলসে চোটের জন্য ছিটকে যাওয়ায় একজন বিদেশির জায়গা ফাঁকা আছে। তবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত।
EB vs JFC Live Score: আইএসএলের জন্য ইস্টবেঙ্গলের গোলকিপার কারা?
মোট পাঁচজন রেখেছে ইস্টবেঙ্গল। তাঁরা হলেন – কমলজিৎ সিং, প্রভসুখন সিং, আদিত্য পাত্র, জুলফিকার গাজি এবং রণিত সরকার। প্রভসুখন, জুলফিকার এবং রণিতকে ‘ডেভলপমেন্টাল’ খেলোয়াড় হিসেবে দলে রেখেছে লাল-হলুদ ব্রিগেড।
EB vs JFC LIVE: নামছে ইস্টবেঙ্গল, ‘অচেনা’ জামশেদপুরের থেকে ৩ পয়েন্ট তুলতে মরিয়া
‘অচেনা’ জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ আছে। জামশেদপুর ‘অচেনা’ কারণ, ডুরান্ডে যে দল নামিয়েছিল পড়শি রাজ্যের ক্লাব, সেই দলের সঙ্গে আজকের দলের কার্যত কোনও মিল নেই। সেইসঙ্গে এশিয়ান গেমসের কারণে দলের একাধিক খেলোয়াড় নেই। তবে সেটা নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গলের কার্লেস কুয়াদ্রাত। যা যা নেই, তা নিয়ে ভেবে হা-হুতাশ না করে, যা আছে, সেটা দিয়েই আজ তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া তিনি।
Leave a Reply