East Bengal Transfer News: সুনীলের ক্লাব থেকে পুরনো ছাত্রকে তুলে আনলেন ইস্টবেঙ্গল কোচ! জিতেছেন ISL-ও


এক বছরের লোনে বেঙ্গালুরু এফসি থেকে ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিলেন অজয় ছেত্রী। যিনি একটা সময় ইস্টবেঙ্গলের বর্তমান কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনে খেলেছেন। ২০১৮-১৯ সালে কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুর কোচ ছিলেন, তখন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অভিষেক হয়েছিল অজয়ের। পরবর্তীতে ২০২০-২১ সালে ইস্টবেঙ্গলেও খেলেছিলেন। এক বছর খেলেই লাল-হলুদ ছেড়েছিলেন। আর কুয়াদ্রাতের আমলে ফের ইস্টবেঙ্গলে ফিরে এলেন ২৪ বছরের মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে যে এক বছরের লোনে সুনীল ছেত্রীদের ক্লাব থেকে অজয়কে নেওয়া হয়েছে। 

আর ইস্টবেঙ্গলে ফিরতে পেরে উচ্ছ্বসিত অজয়। বিশেষত ২০২০-২১ সালে যখন খেলেছিলেন, তখন সামনে থেকে লাল-হলুদ সমর্থকদের চাক্ষুষ করার তেমন সুযোগ আসেনি। করোনাভাইরাস মহামারীর কারণে সমর্থকদের সামনে তো খেলতেই পারেননি। তাই এবার সেই সুযোগ হাতছাড়া করতে চান না অজয়। তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর সময় ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হয়েছিল আমার। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে খেলতে পারার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছিলাম। আমি নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করব এবং সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুন: Mohun Bagan penalty controversy: ‘পৃথিবীর ৩ ভাগ জল, ১ ভাগ মোহনবাগান বক্স’, ডুরান্ডে পেনাল্টি নিয়ে তুমুল কটাক্ষ

সেইসঙ্গে ইস্টবেঙ্গলের নয়া মিডফিল্ডার অজয় বলেন, ‘ইস্টবেঙ্গলে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আমার দক্ষতার উপর আস্থা রাখার জন্য ইমামি গ্রুপ, ক্লাব এবং কোচ কার্লেসের কাছে কৃতজ্ঞ আমি। কোচ কার্লেসের সঙ্গে ফের কাজ করার জন্য মুখিয়ে আছ। যে কোচের অধীনে আইএসএলে আমরা অভিষেক হয়েছিল।’

আর নয়া ক্লাবে পুরনো ছাত্রকে পেয়ে চওড়া হাসি ফুটেছে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের মুখে। তিনি বলেন, ‘আমার অধীনে বেঙ্গালুরু এফসিতে খেলেছিল অজয়। পরবর্তীতে লোনে হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গল এবং গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসিতে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ইস্টবেঙ্গেলের মতো ঐতিহ্যবাহী খেলার মাহাত্ম্য ও জানে। আমি এমন একজন খেলোয়াড়কে নতুন করে সুযোগ দিতে চাই, যার আমার অধীনে আইএসএলে অভিষেক হয়েছিল।’

আরও পড়ুন: ১৯ বছর পরে ডুরান্ড কাপের ফাইনালে ফের কলকাতা ডার্বি! দেখে নিন কোন পথে ফাইনালে উঠল দুই প্রধান

অজয় ছেত্রীর ইতিবৃত্ত 

১) বেঙ্গালুুরু এফসির ‘বি’ দল থেকে উত্থান হয়েছে অজয়ের। ২০১৮-১৯ সালে বেঙ্গালুরুর প্রথম দলে সুযোগ পেয়েছিলেন। সেই বছর বেঙ্গালুরুর হয়ে আইএসএল খেতাবও জিতেছিলেন। 

২) আইলিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসিতে খেলেছেন অজয়। পঞ্জাবের হয়ে ১৯টি ম্যাচ খেলেছিলেন। একটি গোল করেছিলেন। ঝুলিতে ছিল তিনটি অ্যাসিস্টও ।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*