Durand Derby 2023: ডুরান্ড কাপের ফাইনালের টিকিট নিয়ে ময়দানে হাহাকার! আবেগের কাছে হার মানল ক্লান্তি


ডুরান্ড কাপের ফাইনালের টিকিট নিয়ে ময়দানে হাহাকার শুরু হয়েছে। বৃহস্পতিবার গোয়াকে হারিয়ে যখন মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল তখন থেকেই ডুরান্ড কাপ ফাইনালের টিকিটের চাহিদা আকাশ ছুঁয়ে ছিল। টিকিট বিক্রির প্রথম দিনেই সেই ছবিটা দেখা গেল। শুক্রবার টিকিট নিয়ে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে উন্মাদনাটা চোখে পড়ার মতো ছিল। কেউ ভোর তিনটে থেকে তো কেউ সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। কারও ভাগ্যে মিলেছে টিকিট, তো কাউকে খালি হাতে ফিরতে হয়েছে। ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অনলাইনে টিকিটে না দেওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। ডুরান্ড কমিটির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। জানা গিয়েছ রোদের মধ্যে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে গিয়েছেন।

তবে এটা শুধু মোহনবাগানের সমর্থক নয়, একই সমস্যায় পড়েছেন ইস্টবেঙ্গলের ভক্তরাও। আসলে এবারের ম্যাচের টিকিট অনলাইন নয় অফলাইনে দেওয়া হচ্ছে, সেই কারণেই সমস্যায় পড়েছেন দুই দলের সমর্থকেরা। ইস্টবেঙ্গল সমর্থকেরা বলেছেন, অনলাইন অনেক ভালো ছিল, সেটাই দরকার ছিল। কেউই অফলাইনে টিকিট বিক্রির পক্ষে জাননি। সকলকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেতে হচ্ছে। জানা গিয়েছে ইস্টবেঙ্গলের কাউন্টারে একজন বসেছেন। এর মাঝেই কিছু ইস্টবেঙ্গল সমর্থক টিকিট ব্ল্যাকের অভিযোগ করেছেন।

ইস্টবেঙ্গল সমর্থকদের সুরেই গলা মিলিয়েছে মোহনবাগান সমর্থকরা। টিকিটের জন্য মোহনবাগান সমর্থকরাও ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছেন। জানা গিয়েছে অনেকেই রাত তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ করা হচ্ছে ডুরান্ড কমিটি ঠিকঠাক কাজ করছে না। এবং সমর্থকদের আবেগের কোনও দামই দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে প্রথম ডার্বিতে সমর্থকপিছু তিনটে করে টিকিট দেওয়া হলেও এবার দুটো করে টিকিট দেওয়া হচ্ছে। অনেকেই মনে করেছেন যে টিকিটটি অনলাইনে দিলে সুবিধা হত। তবে টিকিট নিয়ে সমস্যা থাকলেও সেই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে আবেগ। একদিকে দীর্ঘদিন পরে ইস্টবেঙ্গলের সামনে ডুরান্ড জয়ের হাতছানি অন্যদিকে বদলার ম্যাচে লাল হলুদকে হারাতে বদ্ধ পরিকর মোহনবাগান। আর এই আবেগেই ভাসছে কলকাতা ময়দান। হাতে আর একটা দিন ার মধ্যেই ডার্বির টিকিট হাতে পেতে সবকছু করতে তৈরি দুই দলের ভক্তেরা। এটাই তো বাংলা ফুটবলের আবেগ। বহু দিন পরে আবার যেন অক্সিজেন খুঁজে পেয়েছে কলকাতা ময়দান।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*