Durand Cup Final 2023: সমর্থকেরা উপভোগ্য ম্যাচ দেখবেন- ফাইনালে সামনে মোহনবাগান, খুশি ইস্টবেঙ্গল কোচ


নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা দেখতেই যুবভারতীতে বৃহস্পতিবার উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কোচ দিমাস দেলগাদোও। মাঠে বসেই মোহনবাগানের শক্তি ও দুর্বলতা দেখে নিলেন কুয়াদ্রাত। আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া ম্যাচটি দেখতে আগে থেকেই মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত।

ডুরান্ড কাপের ফাইনালের প্রতিপক্ষকে মেপে নেওয়াই ছিল ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের আসল কাজ। মাঝে মাঝেই খেলা চলাকালীন দেখা যায় বেশ কিছু নোটও নিচ্ছেন কুয়াদ্রাত। লাল-হলুদ কোচের সঙ্গে ছিলেন তাঁর সহকারী সহ চার বিদেশি ফুটবলারও মোহনবাগানের ম্যাচে উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন, ‘শেষ বাঁশি পর্যন্ত খেলা দেখলাম। কারণ, অন্তিম পর্বেও অনেক কিছু ঘটতে পারে। ফাইনালে ডার্বি হওয়ায় ভালোই লাগছে। ফুটবলপ্রেমীরা উপভোগ্য ম্যাচ দেখতে পাবেন।’

দীর্ঘ ব্যর্থতার পর চলতি মরশুমে সাফল্যের খোঁজে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। আর এই পথ দেখাচ্ছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারানোর পর ফুটবলারদের আত্মতুষ্ট হতে বারণ করেছিলেন তিনি। তাই তারপর পঞ্জাব এফসি, গোকুলাম এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের বাধা টপকে শতাব্দীপ্রাচীন প্রতিযোগিতার ফাইনালে উঠেছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার থেকেই ডুরান্ড কাপের ফাইনালের প্রস্তুতি শুরু করে দেবে ইস্টবেঙ্গল। এদিকে গ্রুপ লিগের ডার্বিতে হারের পরে অনেকেই বলেছিলেন মোহনবাগান এএফসি-র জন্য নিজেদের একশো শতাংশ দেয়নি। তবে এবারই প্রমাণ হবে যে, সেই কথাটি সত্যি ছিল না নাকি সেটি মন গড়া কথা বলেছিল মোহনবাগানের সমর্থকেরা।

এদিকে ফাইনালে উঠে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘ডার্বি কোনও বদলার নয়। কারণ, এটা প্রি-সিজন। আমাদের সামনে আইএসএল, এএফসি কাপও রয়েছে। তার জন্য প্রস্তুতি নিতে হবে। সমর্থকদের কাছে অবশ্যই ডার্বি আকর্ষণীয়।’ কোচের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন এ দিন মোহনবাগানের নায়ক আর্মান্দো সাদিকু। ম্যাচ জিতিয়ে তিনি বলছেন, ‘সমর্থকরা চায় বড় ম্যাচ জিততে। রিকোভারি আমাদের জরুরি। কোচ যতই বলুক, আমার কাছে অবশ্যই ডার্বি বদলার। কারণ, আগেরটা আমার প্রথম ম্যাচ ছিল। দলের জয়সূচক গোল করে দারুণ লাগছে। এ বার হয়তো সমর্থকরা আমাকে ভালোবাসবে।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*