Durand Cup 2023 MBSG vs FCG Live: গোয়াকে হারিয়ে ফাইনালের টিকিট চায় মোহনবাগান


গোয়াকে হারিয়ে ফাইনালের টিকিট চায় মোহনবাগান (ছবি-এক্স)

লাইভ আপডেটস

ইতিমধ্যে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও সেই লক্ষ্যেই আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে। আর এই সেমিফাইনাল ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফলে হোম অ্যাডভান্টেজ পাবে বাগান শিবির। 

বাগান শিবিরও চাইছে গোয়াকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলতে। কারণ জুয়ান ফেরান্দোর বদলা নিতে চাইবেন।

31 Aug 2023, 05:42:37 PM IST

দেখে নিন মোহনবাগানের একাদশ

একাদশে ফিরেছেন দিমিত্রি পেত্রাতোস ও আশিস রাই। নিজেদের সেরাটা দিয়ে ফাইনালেন টিকিট পেতে চাইবে মোহনবাগান।

31 Aug 2023, 05:40:19 PM IST

HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত

ইতিমধ্যে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও সেই লক্ষ্যেই আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে। আর এই সেমিফাইনাল ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে

বন্ধ করুন



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*