Durand Cup 2023 Final: কখন শুরু হবে ম্য়াচ? কোন একাদশ নিয়ে মাঠে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল?


এবার বড় ম্যাচকে হাল্কা ভাবে নেবেন না মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। মরশুমের প্রথম ডার্বিতে হারের পরে অনেকেই বলেছিলেন যে এএফসি-র জন্য সাবধানে ফুটবল খেলেছিল মোহনবাগান। নিজেদের ১০০ শতাংশ দেয়নি তারা। তবে এবার ছবিটা একেবারেই আলাদা। রবিবারের ডার্বি জিতলে ট্রফি ঘরে তুলতে পারবে মোহনবাগান। তাই এদিনের ম্যাচে যে নিজেদের সেরাটাই দেবেন জুয়ান ফেরান্দো সেটা বলাই যায়। এই ম্যাচে নিজের সেরা দলকেই মাঠে নামাত চান জুয়ান। জানা গিয়েছে ৪-৪-২ ছকে এদিনের ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। গত ম্যাচের উইনিং কম্বিনেশনে তেমন বদল করতে চান না জুয়ান ফেরান্দো। তিন কাঠির দায়িত্বে থাকবেন বিশাল কাইথ। বিশাল কাইথ, শুভাশিস বসু, আনোয়ার আলি, হেক্টর ইয়ুসতে, আশিস রাইরা রক্ষণের দায়িত্ব পালন করবেন। সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, আশিক কুরুনিয়ানদের দায়িত্বে থাকবে মাঝ মাঠ। গোলের জন্য জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের সামনে রাখবেন জুয়ান ফেরান্দো।

এই ম্যাচে নামার আগে জুয়ান ফেরান্দো বলেছেন, ‘সত্যি কথা বলতে প্রথম ডার্বির আগে আমি এএফসি কাপ নিয়ে বেশি চিন্তিত ছিলাম। মাথায় মাচিন্দ্রা, আবাহনীর কথা ঘুরছিল। কিন্তু এখন সেই চাপ থেকে আমরা মুক্ত। এখন আমরা একটা ফাইনাল খেলতে নামব। গোয়া, মুম্বইয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে খেলতে নামছি। আগামী মরশুমে খেলতে নামার আগে ফাইনাল আমাদের কাছে আরও একটা পরীক্ষা।’

দেখে নিন মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ:বিশাল কাইথ, শুভাশিস বসু, আনোয়ার আলি, হেক্টর ইয়ুসতে, আশিস রাই, সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, আশিক কুরুনিয়ান, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস।

রবিবার বিকাল চারটে থেকে যুবভারতীতে শুরু হবে মরশুমের দ্বিতীয় ডার্বি ও ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে নিজেদের জয়ের ধারাকে বজায় রাখতে চান ইস্টবেঙ্গল কোচ। এই ম্যাচে ৪-৫-১ ছকে মাঠে নামবে ইস্টবেঙ্গল। প্রভসুখন গিলের দায়িত্বে থাকবে ইস্টবেঙ্গলের তিনকাঠি। হরমনজ্যোত সিংহ খাবরারা দলের রক্ষণকে সামলাবেন। তবে এদিনের ম্যাচে সকলের নজর থাকবে গত ডার্বির নায়ক নন্দকুমারের দিকে। তবে নাওরাম মহেশও এদিনের ম্য়াচের রঙ বদলে দিতে পারেন। নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল।

দেখে নিন ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ:প্রভসুখন গিল, হরমনজ্যোত সিংহ খাবরা, জর্ডান এলসে, লালচুংনুঙ্গা, হোসে পারদো, এডউইন ভ্যান্সপল, নন্দকুমার, নিশু কুমার, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ, জেভিয়ার সিভেরিয়ো।

ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ বলেছেন, ‘ডুরান্ডের প্রথম ম্যাচে যে মোহনবাগানকে দেখেছিলাম এই দল তার থেকে আলাদা। ওই ম্যাচের পর ওরা অনেক ম্যাচ খেলেছে। ডুরান্ড, এএফসি কাপের ম্যাচ খেলেছে। বাংলাদেশ, নেপালের চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। এখানে দেশের সেরা মুম্বই সিটিকে হারিয়েছে। দলের কৌশলও অনেক বদলে গিয়েছে। ওদের কোচ দলের মানসিকতা বদলে দিতে চাইছে। শারীরিক ভাবেও বেশ ফিট ওরা। তবে অনেক ম্যাচেই ওরা খুব কম ব্যবধানে জিতেছে। কখনও একটা পেনাল্টি থেকে খেলার মোড় ঘুরে গিয়েছে। তবে ওদের খেলা ভোঁতা করার জন্যে আমাদের হাতেও অস্ত্র রয়েছে।’

কখন শুরু ম্যাচ?যুবভারতী স্টেডিয়ামে বিকেল ৪টে থেকে।কোথায় দেখবেন ম্যাচ? সোনি টেন ২।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*