Durand Cup 2023: দলের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন, বাড়তি গুরুত্ব মোহনবাগানকে- ডার্বির আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ – Durand Cup 2023: They have the kind of positivity


রবিবার মরশুমের দ্বিতীয় ডার্বি। এবার এই ডার্বি ঘিরে উত্তেজনাটাই আলাদা। এবার আর এক তরফা ম্যাচের বিষয় নেই। ডুরান্ডের গ্রুপ লিগের ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গলও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ডুরান্ড ফাইনালে লড়াইটা হবে তাই সেয়ানে সেয়ানে। এই লড়াইটা দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের। লড়াইটা একে অপরকে পিছনে ফেলে নিজেদের জয়ধ্বজা ওড়ানোর। লড়াইটা বদলারও।

হাইভোল্টেজ এই ডার্বির আগে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্য সতর্ক। আবেগে না ভেসে তিনি প্রতিটা পা হিসেব কষে ফেলতে চান। গ্রুপ লিগে যে ভাবে ছক কষে বাগানকে হারিয়েছিলেন, সেই ভাবেই এবারও সমীকরণটা কষতে চান কুয়াদ্রাত। গ্রুপ লিগের ডার্বিতে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো সে ভাবে সম্ভবত পাত্তাই দেননি ইস্টবেঙ্গলকে। যার ফল মোহনবাগানকে হাতেনাতে পেতে হয়েছে। কিন্তু ফাইনালের ডার্বিতে আর ইস্টবেঙ্গলকে গুরুত্ব না দেওয়ার ভুল করবেন না ফেরান্দো। তাই লাল-হলুদের লড়াইটাও কিন্তু সহজ হবে না।

আর এই কথাটা ভালো ভাবেই মাথায় রেখেছেন কুয়াদ্রাত। তিনি তাই বলেও দিয়েছেন, ‘ওরা (মোহনবাগান) এএফসি কাপ খেলছে। নেপাল, বাংলাদেশ এমন কী ভারতের চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। মুম্বই এফসিকেও হারিয়েছে। বাগানও নিশ্চিত ভাবে ফাইনালের জন্য তৈরি হচ্ছে। ডার্বি ফাইনাল ভীষণ গুরুত্বপূর্ণ। মোহনবাগান পর পর দু’টো ডার্বি হারতে চাইবে না। আমাদের প্রথম মিনিট থেকেই সতর্ক থাকতে হবে।’

ম্যাচ নিয়ে তাঁর পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে কুয়াদ্রাত বলেছেন, ‘৯০ মিনিট খেলতে হবে। তার পর টাইব্রেকার। কেউই পেনাল্টিতে যেতে চাইব না। ওরা নির্ধারিত সময়ে খেলা শেষ করতে চাইবে। আমরাও তাই-ই চাই। এটা পরিষ্কার যে, আমাদের জেতাই মূল লক্ষ্য। টিমে অনেক নতুন প্লেয়ার। কঠিন সময় পেরিয়ে ফাইনালে উঠেছি। এ বার মরশুমের প্রথম ট্রফি জিততেই হবে।’

ডুরান্ড ফাইনালে আবহাওয়া নিয়ে প্রশ্ন করা হলে, লাল-হলুদ কোচ স্পষ্ট বলে দিয়েছেন, ‘আবহাওয়ার দু’টো দলের জন্য একই রকম থাকবে। আমরা এখানে প্র্যাক্টিস ম্যাচ খেলেছি। সমস্যা হবে না। এই পরিবেশে খেলার অভ্যেস ফুটবলারদের আছে।’

তবে দলের যে এখনও বহু জায়গায় উন্নতি প্রয়োজন সে কথা মেনে নিয়েছেন কুয়াদ্রাত। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু খুব খারাপ খেলেছে। ভাগ্য সঙ্গে দিয়েছে বলে, লাল-হলুদ কোনও মতে জিতেছে। তবে ম্যাচে পুরোটাই দারুণ খেলেছিল নর্থইস্টই। যে কারণে সম্ভবত কুয়াদ্রাত বলছিলেন, ‘এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা প্রজেক্ট সবে শুরু হয়েছে। সময় লাগবে সব ঠিক করতে। ক্লেটন এখনও প্রথম একাদশে শুরু করতে পারেনি।’

চোট নিয়ে এখনও চিন্তায় স্প্যানিশ কোচ। ক্লেটন, শৌভিক, পারদোকে নিয়ে দ্বিধায় কুয়াদ্রাত। তিনি বলেছেন, ‘ক্লেটন, পারদো পুরো ফিট নয়। এ সবের বাইরে গিয়ে বলতে পারি, আমরা মানসিক ভাবে তৈরি। সেটাই আসল বিষয়।’ কুয়াদ্রাতের পাশে বসে ইস্টবেঙ্গলের তারকা বোরহা বলেন, ‘আমরা ডার্বি জিততে চাই। ফাইনাল জিততে চাই। দু’টো দলই জিততে চাইবে। দুটো টিমের কাছেই গুরত্বপূর্ণ একটা ফাইনাল।’ লাল-হলুদ জার্সির সঙ্গে স্পেনের বিরাট মিল। এই নিয়ে প্রশ্ন করতেই বোরহা হাসতে হাসতে বলল, ‘হ্যাঁ অনেকটাই দেশের জার্সির মতো। তবে লোগোটাই যা আলাদা।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*