
২৭ অগস্ট রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। তাদের সামনে এবার রয়েছে মুম্বই সিটি এফসি। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারতীয় ফুটবলের দুই শক্তি। প্রসঙ্গত, ২০২৩ ডুরান্ড কাপে এই প্রথমবার মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে যে দল জিতবে তারা ডুরান্ড খেতাব জয়ের আরও একধাপ সামনে এগিয়ে যেতে পারবে। মোহনবাগান এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের লড়াই ইস্টবেঙ্গলের কাছে হেরে একটু পিছিয়ে গিয়েছে। তাই এই ম্যাচে মাঠে নামার আগে মুম্বইকেই ফেভারিট দল হিসাবে ধরা হচ্ছে। এই ম্যাচের শুরুর আগেই নিজেদেরকে কিছুটা পিছিয়ে রেখেছেন মোহনবাগান সুপার জায়ান্টস কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফেরান্দো বলেছেন, মুম্বই সিটি এফসি যেখানে এই ম্যাচ খেলতে নামার আগে ১০ দিনের একটা লম্বা বিশ্রাম পেয়েছে। সেখানে তাঁর দল মাত্র তিন দিনের গ্যাপেই আবার একটা ম্যাচ খেলতে নামছে।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ‘এএফসি চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে মুম্বই সিটি এফসি দল গঠন করেছে। আর আমরা দল গড়েছি এএফসি কাপে লড়াই করার জন্য। ফলে দুটো দলের কাছেই এই ম্যাচটা যে যথেষ্ট চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ওদের দল যথেষ্ট শক্তিশালী। দুটো উইংস যথেষ্ট বিপদজনক। এছাড়াও দলে ছাংতে, বিপিন সিং, মেহতাব সিং এবং আকাশ মিশ্রর মতো ফুটবলার রয়েছে, যাঁরা দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে।’
নিজের দল নিয়ে কথা বলতে গিয়ে জুয়ান ফেরান্দো বলেছেন, ‘আমাদের দলের সবথেকে বড় সমস্যা হল, আগামীকাল মুম্বইয়ের বিরুদ্ধে যে ফুটবলাররা খেলতে নামবে তাদের মধ্যে অনেকেই প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরতে চলেছে। তবে ওরা জিততে বদ্ধপরিকর। আশা করছি, আমরা এই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে পারব।’ তিনি আরও বলেছেন, ‘পাশাপাশি ওদের দলে গ্রেগ স্টুয়ার্টের মতো যথেষ্ট ভালো মানের বিদেশি ফুটবলার রয়েছে। পরপর দুটো এএফসি কাপ ম্যাচ খেলার পরও আমরা রবিবারের ম্যাচ খেলতে একেবারে প্রস্তুত। আশা করছি, দুটো দলের মধ্যে জোর লড়াই দেখতে পাওয়া যাবে। এই ম্যাচটা জিততে আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দেব। তবে একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলার আগে ওরা প্রায় ১০ দিনের একটা লম্বা বিশ্রাম পেয়েছে। অন্যদিকে আমরা শুধুমাত্র তিন দিনের একটা বিশ্রাম পেয়েছি।’
Leave a Reply