
বিপিএল 2022 ম্যাচ-23 এ মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম বনাম ঢাকা তো আপনাদেরকে জানিয়ে দেই এই ম্যাচটি 8ই ফেব্রুয়ারি দুপুর 12:30 থেকে শুরু হচ্ছে। এখন প্রায় শেষের দিকে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন প্রত্যেকটা ম্যাচে কিন্তু নকআউট ম্যাচের মতো তার কারণ তারা চাইবে যে প্রত্যেকটি ম্যাচ জিততে। তো আপনাদের মতামত অবশ্যই নিজে জানান যে এই ম্যাচটি কোন দলের জেতা উচিত।
এবার আপনাদেরকে জানিয়ে দেবে এই ম্যাচটি কোন দলের জেতার সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা যদি পয়েন্ট তালিকার দিকে একবার তাকিয়ে দেখেন তো অবশ্য এখানে ঢাকায় এগিয়ে রয়েছে এবং তাদের আপতত পারফরম্যান্স ভালো। আমার মত আমার তো এখানে ঢাকার জেতার সম্ভাবনা বেশি রয়েছে। তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান।
Leave a Reply