
IPL 2021 কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ অর্থাৎ করে সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ বিরাট কোহলির দলের বিপক্ষে। যেখানে আপনাদেরকে জানাবো কলকাতা তার আগে আরও দুটি বলার যোগ করলেন তাদের এ স্কোয়াডে। ইতিমধ্যেই জানেন আপনারা যে এবছর সংযুক্ত আরব আমিরশাহী বায় বাবুল পুরো জৈব সুরক্ষার খেলাটি হচ্ছে সেখানে অনেক পেলেয়ারদের রিপ্লেসমেন্ট আনছে এবং নেট বলার হিসেবে যুক্ত করছে প্লেয়ারদের। যেখানে আপনাদেরকে জানাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরপরই কলকাতা নাইট রাইডার্স নেট বলা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থেকে নতুন বোলার এনেছে।
যেখানে কলকাতা নাইট রাইডার্স আর একটি দল ট্রিনবাগো নাইট রাইডার্স দল থেকে আকিল হোসেনকে কলকাতা নাইট রাইডার্স দলে নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন। এছাড়াও অদেয়ান স্মিথ কে এই দুটি পেলেয়ার নেট বলার হিসেবে যোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। অদেয়ান স্মিথ একজন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার প্লেয়ার যেখানে এই দুটি পেলেয়ার কিন্তু এবছর সিপিএলে খুব ভালো খেলেছে।
Leave a Reply