
Champions League 2021-22 ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গ্রুপ পর্বের ম্যাচ খেলা শেষ হয়ে গেছে। যেখানে চ্যাম্পিয়ন্স লিগের দল আপতত নকআউট পর্বে উঠেছে। এবং আপনাদেরকে জানাই যে এবছর উঠতে পারেনি এবার বার্সালোনা। কিন্তু এবছর পিএসজি অর্থাৎ মেসির দল ও ম্যানচেস্টার ইউনাইটেড দুজনায় কিন্তু নকআউট পর্বে উঠেছে। যেখানে আপনাদেরকে জানাই যে পিএসজি নকআউট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অর্থাৎ রোনাল্ডো এবং মেসির মুখোমুখি হতে পারে। তো আসুন জানা যাক পুরো বিস্তারিত ঘটনাটি এবং নকআউটে পিএসজির মুখোমুখি কে হতে পারে।
নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ চাম্পিয়ান বনাম অন্য গ্রুপের দ্বিতীয় নম্বর দলের নকআউট ম্যাচ হয়। সেখানেই পিএসজি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারিনি অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে পিএসজির গ্রুপে ম্যানসিটি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এইজন্যেই আরো জল্পনা ছড়াচ্ছে মেসি বনাম রোনালদো আবারও দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে। যদি মেসির দল অর্থাৎ পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে না হয় তাহলে কঠিন প্রতিপক্ষ থাকছে যেমন লিভারপুল, বায়ান মিউনিখ। তো আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান।
Leave a Reply