CFL Super Six: গোলের ফোয়ারা ছোটাচ্ছেন ডেভিড, ভবানীপুরকে হারিয়ে শিরোপার আরও কাছে মহমেডান, বড় জয় পেল ডায়মন্ড হারবারও


শুভব্রত মুখার্জি: মাত্র কয়েক দিন আগেই কলকাতা লিগে অন্যতম প্রধান ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ফর্ম ধরে রেখেই শনিবার আরও একটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিল মহামেডান স্পোর্টিং। ফলে আরও একধাপ তারা এগিয়ে গেল‌ গত বারের শিরোপা ধরে রাখার দিকে। এদিনের ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ২-১ ফলে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল তারা। নিজেদের ঘরের মাঠে তারা এই জয় পেল। প্রচুর সমর্থকদের সাক্ষী রেখেই তারা আরও একধাপ এগিয়ে গেল কলকাতা লিগের চলতি মরশুমের শিরোপা জয়ের দিকেই।

আরও পড়ুন: জাতীয় দলে চমক নওরেম মহেশের, দেরী না করে তিন বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল

এদিনের ম্যাচেও মহমেডানের জয়ের নায়ক সেই ডেভিড। এদিন ম্যাচের দুই অর্ধেই তিনি একটি করে গোল করেন মহামেডানের হয়ে। ভবানীপুরের হয়ে একমাত্র গোলটি করেছেন জিতেন মুর্মু। এর ফলে চলতি কলকাতা ফুটবল লিগে তাদের টানা তৃতীয় জয় তুলে নিল মহমেডান। অন্যদিকে সুপার সিক্সের অপর ম্যাচে ডায়মন্ড হারবার এফসিও তাদের ম্যাচে জয় তুলে নেয়। নিজেদের ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়ে দেয় খিদিরপুর এফসিকে। এই জয়ের ফলে শিরোপা জয়ের লড়াইতে টিকে থাকল ডায়মন্ড হারবার।

আরও পড়ুন: রোনাল্ডোর বিস্ফোরণ, রুদ্ধশ্বাস সাত গোলের ম্যাচে আল আহলিকে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে ফিরল আল নাসের

এই মুহূর্তে মহামেডানের ঝুলিতে রয়েছে ৩৮ পয়েন্ট। তারা ইতিমধ্যেই খেলে ফেলেছে ১৫ টি ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার এফসির ঝুলিতে রয়েছে ৩৩ পয়েন্ট। যদিও তারা দু’টি ম্যাচ কম খেলেছে। তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের ১৩ ম্যাচে পয়েন্ট ৩০। এদিনের ম্যাচে ১৭তম মিনিটে এগিয়ে যায় মহমেডান। ডেভিড এদিন ১৭তম মিনিটে গোল করে এগিয়ে দেন মহমেডানকে। ম্যাচে ৩০ মিনিটের মাথায় জিতেন মুর্মু গোল করে ম্যাচে সমতা ফেরায়। বিরতিতে যাওয়ার সময়ে স্কোর ছিল ১-১। ম্যাচের ৬৩তম মিনিটে গোল করে এদিন মহমেডানের জয় নিশ্চিত করেন ডেভিড। নৈহাটিতে এদিন রাহুল পাসোয়ান হ্যাটট্রিক করে ডায়মন্ড হারবারের জয় নিশ্চিত করেন। কিভু ভিকুনার দলের হয়ে ম্যাচে ৩৯ এবং ৪৪ মিনিটে গোল করেন রাহুল। ৮০ তম মিনিটে ফের গোল করে হ্যাটট্রিক করে ডায়মন্ড হারবারের জয় নিশ্চিত করেন রাহুল।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*