CFL 2023 stunning goal: CFL-এ বাই-সাইকেল কিকে দুর্ধর্ষ গোল সাহিলের, গর্বিত হতেন মেসি-রোনাল্ডোরাও!


ডানপ্রান্ত থেকে বক্সের মধ্যে থেকে উড়ে এল সেন্টার। শরীরটা শূন্যে তুলে দিয়ে বাই-সাইকেল কিকে দুরন্ত ভঙ্গিমায় সার্দান সমিতির জালে বলটা জড়িয়ে দিলেন সাহিল হরিজন। কলকাতা ফুটবল লিগে (ক্যালকাটা ফুটবল লিগ) ঠিক এরকম বিশ্বমানের গোল দেখা গেল। যা গোলটা করতে পারলে সম্ভবত লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জালাটান ইব্রামোভিচরাও গর্ববোধ করতেন। তবে শুধু সাহিল নন, বুধবার সার্দান সমিতির বিরুদ্ধে ভলিতে আরও একটি দুরন্ত গোল করেন সাহিলের সতীর্থ তথা পাঠচক্রের সৌমিত্রকুমার দে। যে দুটি গোল দেখে চোখ জুড়িয়ে গিয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের।

বুধবার দুর্গাপুরের এরিয়ান ক্লাবের মাঠে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল সার্দান এবং পাঠচক্র। ১৭ মিনিটে এগিয়ে যায় সার্দান। তারপর ৬৭ মিনিটে পাঠচক্রের হয়ে সমতা ফেরান সাহিল। যে গোলটা দীর্ঘদিন চোখে লেগে থাকবে। সতীর্থ খেলোয়াড়দের বক্সের ভিতরে ঢুকে যেতে দেখে বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে সেন্টার তোলেন রমেশ সোরেন। বলটা যখন তাঁর দিকে ভেসে আসছিল, তখন সাহিল বুঝতে পারেন যে কিছুটা বেশি এগিয়ে গিয়েছেন। সেই পরিস্থিতিতে তিনি যে এগিয়ে যাচ্ছিলেন, সেটা সামলে নেন। তারপর কিছুটা পিছনে এসে বাই-সাইকেল কিক মারেন।

আরও পড়ুন: CFL 2023 Points Table: জিতে মোহনবাগানের থেকে ৪ পয়েন্টে এগিয়ে কালীঘাট, CFL-র প্রথম তিনে নেই সবুজ-মেরুন

যে গোলটা দেখে ময়দানের একটু অভিজ্ঞ মানুষদের সেই শ্যাম থাপার বাই-সাইকেল কিকের কথা মনে পড়ে গিয়েছে। শুধু তাই নয়, অনেকের মতো তো আন্তর্জাতিক স্তরে যদি মেসি, রোনাল্ডোদের মতো তারকারা এমনভাবে গোল করতেন, তাহলে তাঁরাও ভাবতেন, আজ একটি দারুণ গোল করেছেন। বিশেষত বাই-সাইকেল কিকের ক্ষেত্রে টাইমিং এবং পা ও বলের সংযোগটা একেবারে নিখুঁত হতে হয়। সাহিলের ক্ষেত্রে পুরোটা একেবারে নিখুঁত ছিল। ফলে সার্দানের গোলকিপার একচুলও নড়ার সুযোগ পাননি।

সেই গোলের সাত মিনিট পরেই ভলিতে আরও একটি দুর্দান্ত গোল করেন সৌমিত্র। বক্সের মধ্যে ঢুকে গোলের দিকে শট মারেন পাঠচক্রের খেলোয়াড়। গোললাইন ছেড়ে বেরিয়ে এসে প্রাথমিকবাবে বলটা বাঁচিয়ে দেন সার্দানের গোলকিপার। বলটা অবশ্য বিপন্মুক্ত হয়নি। বরং গোললাইনের কাছেই বলটা পড়ে। সেই ফিরতি বলে ভলি মারেন সৌমিত্র। যা সার্দানের জাল কাঁপিয়ে দেয়। সেইসঙ্গে ২-১ গোলে এগিয়ে যায় পাঠচক্র। শেষপর্যন্ত ৪-১ গোলে পাঠচক্র জিতে যায়। সাহিল দুটি গোল করেন।

আরও পড়ুন: CFL 2023: কলকাতা লিগের ম্যাচে মাঠে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সাদার্নের কোচ-কর্তারা, বরাতজোরে প্রাণে বাঁচলেন



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*