CFL 2023 Points Table and Equation: CFL জয়ের হ্যাটট্রিকের মুখে মহমেডান, ইস্টবেঙ্গলকে জেতাতে পারে স্রেফ মোহনবাগানই!


টানা তিনবার কলকাতা ফুটবল লিগ জয়ের জন্য আর মাত্র দুই পয়েন্ট দরকার মহমেডান স্পোর্টিং ক্লাবের। মঙ্গলবার ‘ভার্চুয়াল ফাইনাল’-এ ডায়মন্ড হারবারের এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পরে টানা তিনবার কলকাতা লিগ জয়ের ক্ষেত্রে এককদম এগিয়ে গেল সাদা-কালো ব্রিগেড। আপাতত যা পরিস্থিতি, তাতে ‘সুপার সিক্স’-র শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাতে পারলেই কলকাতা ফুটবল লিগ জিতে যাবে। যে মোহনবাগানের আর লিগ জয়ের সম্ভাবনা নেই। কিন্তু সবুজ-মেরুন ব্রিগেডের উপর নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভাগ্য। যদি মহমেডানকে রুখে দেয় মোহনবাগান, তবেই কলকাতা লিগ জয়ের সুযোগ থাকবে ইস্টবেঙ্গলের সামনে। নাহলে কলকাতা ডার্বি-সহ বাকি তিনটি ম্যাচ জিতেও লিগ জিততে পারবেন না বিনো জর্জের ছেলেরা।

আরও পড়ুন: MSC vs DHFC Highlights: পদমের দস্তানায় আটকে গেল অভিষেকের দল, ২ গোলে জিতল মহমেডান, প্রায় হাতে চলে এল CFL

কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ কোন দলের পারফরম্যান্স কেমন?

১) মহমেডান স্পোর্টিং ক্লাব: চারটি ম্যাচ খেলেছে। চারটি ম্যাচেই জিতে গিয়েছে।

২) ইস্টবেঙ্গল: দুটি ম্যাচ খেলেছে। একটি ম্যাচে হেরেছে। একটি ম্যাচে জিতেছে।

৩) ডায়মন্ড হারবার এফসি: ‘সুপার সিক্স’-র প্রথম ম্যাচে জিতেছে। দ্বিতীয় ম্যাচে হেরে গেল।

৪) ভবানীপুর: কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে হেরে গিয়েছে ভবানীপুর।

৫) খিদিরপুর: ‘সুপার সিক্স’-এ তিনটি ম্যাচে খেলেছে খিদিরপুর। তিনটি ম্যাচেই হেরেছে। তিন ম্যাচে ১৮টি গোল খেয়েছে।

৬) মোহনবাগান সুপার জায়ান্ট: আপাতত কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ কোনও ম্যাচ খেলতে নামেনি মোহনবাগান।

কলকাতা ফুটবল লিগের পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
মহমেডান স্পোর্টিং ক্লাব ১৬ ১৩ ৪১
ইস্টবেঙ্গল ১৪ ১০ ৩৩
ডায়মন্ড হারবার এফসি ১৪ ১০ ৩২
ভবানীপুর ১৩ ২৭
খিদিরপুর ১৫ ২৫
মোহনবাগান সুপার জায়ান্ট ১২ ২৪

কলকাতা ফুটবল লিগের ‘সুপার সিক্স’-এ কোন দলের কতগুলি ম্যাচ বাকি আছে?

১) মহমেডান স্পোর্টিং ক্লাব: একটি ম্যাচ বাকি আছে।

২) ইস্টবেঙ্গল: লাল-হলুদ ব্রিগেডের হাতে পড়ে আছে তিনটি ম্যাচ।

৩) ডায়মন্ড হারবার এফসি: তিনটি ম্যাচ হাতে কিবু ভিকুনা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের হাতে।

৪) ভবানীপুর: চারটি ম্যাচ বাকি আছে ভবানীপুরের।

৫) খিদিরপুর: দুটি ম্যাচ বাকি আছে খিদিরপুরের।

৬) মোহনবাগান সুপার জায়ান্ট: ‘সুপার সিক্স’-এ এখনও একটি ম্যাচ খেলেনি সবুজ-মেরুন বাহিনী। পাঁচটি ম্যাচই বাকি আছে।

কীভাবে ইস্টবেঙ্গল কলকাতা লিগ জিততে পারে?

আপাতত ইস্টবেঙ্গলের তিনটি ম্যাচ বাকি আছে। অর্থাৎ ১৭টি ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের সর্বোচ্চ পয়েন্ট ৪২ হতে পারে। আর আপাতত ৪১ পয়েন্টে থাকা মহমেডানের ঝুলিতে সর্বাধিক পয়েন্ট থাকতে পারে ৪৪। অর্থাৎ ইস্টবেঙ্গল যদি একটি ম্যাচেই পয়েন্ট হারায় (ড্র হোক বা হার), তাহলেই কলকাতা লিগ হাতছাড়া হয়ে যাবে। আর ইস্টবেঙ্গল যদি বাকি তিনটি ম্যাচেই জেতে এবং মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে মহমেডান, তাহলে ১৭ ম্যাচের শেষে লাল-হলুদ এবং সাদা-কালো ব্রিগেডের পয়েন্ট হবে ৪২। সেক্ষেত্রে গোলপার্থক্যের নিরিখে যে দল এগিয়ে থাকবে, সেই দল লিগ চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুন: EB vs KSC Highlights: বিষ্ণু, মহীতোষের হ্যাটট্রিক, খিদিরপুরকে ১০ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

অন্যদিকে, ১৭টি ম্যাচের শেষে সর্বোচ্চ ৪১ পয়েন্টে পৌঁছাতে পারবে ডায়মন্ড হারবার। ইতিমধ্যে সেই পয়েন্টে আছে মহমেডান। অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই ডায়মন্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সাদা-কালো ব্রিগেড। আর ডায়মন্ড হারবার যদি এক পয়েন্টও খুইয়ে ফেলে, তাহলে কোনওভাবেই মহমেডানকে ছুঁতে পারবে না।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*