
আবারো জিতল ব্রাজিল
- ব্রাজিল 0-0 জাপান (ফুলটাইম )
-
- 78 মিনিটের মাথায় পেনাল্টিতে গোল দিল নেইমার (ব্রাজিল 1-0 জাপান )
- তার পরপরেই রিজালসন কে মাঠে নামায় ব্রাজিল সন
- 70 মিনিটের মাথায় ডেনি আলবাস এর পরিবর্তে থিয়াগো সিলভাকে মাঠে নামায় ব্রাজিল
- 63 মিনিটের মাথায় রাফিনেয়ার পরিবর্তে গ্যাব্রিয়েল জেসুস কে মাঠে আলো ব্রাজিল
- 54 মিনিটের মাথায় জাপানের মিডফিল্ডার আবারো একটাহলুদ কার্ড – daichi
- 46 মিনিটের মাথায় জাপান প্রথম প্লেয়ার পরিবর্তন করে daichi kamada মাঠে আনে
- হাফ টাইম ব্রাজিল 0-0 জাপান
- হাফটাইমের ব্রাজিল নিয়েছে 15 টি শার্ট এবং শট ওন টার্গেট ছিল মাত্র 3
- 41 মিনিটের মাথায় ব্রাজিল প্লেয়ার কে ট্যাকেল করতে গিয়ে জাপানের প্লেয়ার wataru endo হলুদ কার্ড খেলো
- 35 মিনিটের মাথায় ব্রাজিলের রাফিনিয়া প্রথম হলুদ কার্ড খেলো
- 28 মিনিটের মাথায় ক্যাসেমিরো দুর্দান্ত হেড একটুর জন্য গোল পোস্ট এর বাইরে
- 24 মিনিটের মাথায় একটুর জন্য গোল হল না জাপানের
- 14 মিনিটের মাথায় আবারও নেইমারের পায়ের চোট লাগল
- ইতিমধ্যে ব্রাজিল দুটি শট নিয়েছে কিন্তু একটা শট অন টার্গেট রাখতে পারেনি
- 9 মিনিটের মাথায় দুর্দান্ত অ্যাটাক করেছিল জাপান কিন্তু দুর্দান্ত ডিফেন্স ড্যানি আলভাস
- প্রথম একাদশে আপডেট ব্রাজিলের-আজ গোলকিপার হিসেবে এলিসন আছে,নেইমার,পেকুত্,দানি আলভেস ,ভেনি jr, রাফিনা ,ক্যাসেমিরো, fred,
- ব্রাজিল বনাম জাপান ম্যাচটি শুরু হচ্ছে 4:20
Brazil vs Japan: বিশ্বকাপের আগেই কিন্তু ব্রাজিল অনেক কটা বন্ধুত্ব বা প্রীতি ম্যাচ খেলতে নামবে. যেখানে আজকের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম জাপান যেখানে সেখানে দেখতে পাবেন এখানে অবশ্যই লাইভ স্কোর আপডেট দেওয়া হবে. আপনাদেরকে জানিয়ে দেবে ব্রাজিল ও জাপানের ম্যাচটি অফিশিয়ালি কোন টিভি চ্যানেলে ভারত ও বাংলাদেশের লাইভ দেখতে পাবেন না. ব্রাজিল বনাম জাপানের এই ম্যাচটি বাংলাদেশের সময় অনুসারে 4:20 থেকে শুরু হচ্ছে এবং ভারতের সময় অনুসারে 3:50 থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন. অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন সম্পূর্ন লাইভ স্কোর আপডেট পাওয়ার জন্য.
Leave a Reply