
বিপিএল 2022 অবশ্যই দুর্দান্তভাবে শুরু হয়ে গেছে একটা যেখানে আজ আপনাদেরকে জানাতে চলেছি ।যে এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই পর্যন্ত খেলা হবার পর যে চারটি টিম এবছর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেমিফাইনাল। তার কারণ পয়েন্ট টেবিল যা আছে এ বছরের সেই ভিত্তিক আপনাদেরকে জানাবো এবং বেশিভাগ সম্ভাবনা এই চারটি দলই উঠবে এবছর সেমিফাইনালে।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022 অবশ্যই আপনাদের পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে বুঝতে পারবে। কিন্তু প্রথমে যে দল ওটার সম্ভব নয় সেটি হল চট্টগ্রাম, দ্বিতীয়তঃ কুমিল্লা দলের ওঠার সুযোগ রয়েছে এবং তৃতীয় দলটি হল খুলনা এবং সবশেষে বরিশাল। আপাতত পয়েন্ট তালিকা হিসেবে এই চারটি দলের ওটা সম্ভাবনা রয়েছে তা বলে সিলেট এবং ঢাকা যদি এখান থেকে সপ্নার যেতে অবশ্যই তারা উঠে যাবে বিশেষ করে ঢাকার কথা বলছি ঢাকা অনেকটা ম্যাচে হেরে রয়েছে।
Leave a Reply