
Asia cup 2022: বাংলাদেশের কেমন হতে পারে প্রথম একাদশ এশিয়া কাপ 2022 এ জন্য. যেখানে ইতিমধ্যে বাংলাদেশের 17 জনের দল ঘোষণা করে দিয়েছে এশিয়া কাপের জন্য. এশিয়া কাপে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান অন্যদিকে উইকেটরক্ষক হিসেবে থাকছেন মুশফিকর রহিম. অবশ্যই বন্ধুরা আপনারা বাংলাদেশের প্রথম একাদশ কেমন হতে পারে নিচে কমেন্টে জানাতে পারেন. বাংলাদেশ চাইবে যে এবছর এশিয়া কাপে আগের বছরের মত ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে যেটা শেষ বছর তারা পারিনি.
বাংলাদেশের এশিয়া কাপ 2022 এর সম্ভাব্য একাদশ: সাকিবুল হাসান, মুশফিকুর রহিম ,মোস্তাফিজুর রহমান ,তাসকিন আহমেদ , মাহমুদুল্লাহ ,মেহেদী হাসান মিরাজ , মোহাম্মদ নাঈম , মেহেদী হাসান ,আফিফ হোসেন ,সাইফুদ্দিন,এনামুল হক.
এশিয়া কাপ 2022 শুরু হচ্ছে 27 আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহী তে যেখানে ফাইনাল ম্যাচ খেলে হবে 11 ই সেপ্টেম্বর. যেখানে এশিয়া কাপ 2022 ম্যাচ ফাইনাল ম্যাচ খেলা হবে আরব আমিরশাহির দুবাই স্টেডিয়ামে. বন্ধুরা এ বছর আপনি এশিয়া কাপ 2022 এ কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই নিচে কমেন্টে জানান. এবছর এশিয়া কাপে মোট ছয়টি দল খেলছে-ভারত ,শ্রীলংকা ,পাকিস্তান , বাংলাদেশ , আফগানিস্তান ,হংকং. এশিয়া কাপ এবার আরব আমিরশাহির তিনটি স্টেডিয়ামে হবে- আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ক্রিকেট স্টেডিয়াম যেখানে শেষ বছরের মতো এশিয়া কাপ 2018 সালে এবং তখন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়. কিন্তু এ বছরে কোন দলটি চ্যাম্পিয়ন হবে অবশ্য নিজে কমেন্টে জানান আপনাদের মতামত দেখি কতটা ঠিক হয়. এশিয়া কাপের সব খুঁটিনাটি আপডেট পেতে হলে আমাদের কে ফলো রাখতে হবে সব সময় আপনাদের কে সব খবর দিয়ে দেবো বাংলায়
Leave a Reply