ATKমোহনবাগান ডার্বি জয়ের হ্যাটট্রিক করলো ISL 8

ATK mohunbagan vs East Bengal সবচেয়ে বড় ম্যাচে বড় জয় পেল এটিকে মোহনবাগান। 3-0 হারালো ইস্টবেঙ্গলকে এটিকে মোহনবাগান আরে থেকে হিরো ইন্ডিয়ান সুপার লিগে কি হতে পারে মোহনবাগান ফ্যানদের কাছে। যেখানে আজকের ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেছে মানবীর সিং থেকে শুরু করে রয় কৃষ্ণা। এটিকে মোহনবাগানের ফ্যানদের অবশ্যই শেষমেষ জয় হয়। আইএসএল এর ইতিহাসে জেতার হ্যাটট্রিক করল এটিকে মোহনবাগান ডার্বি ম্যাচে। তার কারণ শেষ তিনবার ডার্বি ম্যাচে তিনটি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল এর বিপক্ষে এই এটিকেমোহনবাগান। 

যেখানে 3-0 গোলে হারায় ইস্টবেঙ্গলকে এটিকে মোহনবাগান। যেখানে 12 মিনিটের মাথায় প্রথম গোলটি আসে রয় কৃষ্ণা এই গোলটি দেয়। 14 মিনিটের মাথায় মানবীর সিং এর দুর্দান্ত গোল যেটি এটিকে মোহনবাগানের 2-0 ব্যবধানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এছাড়াও শেষমেষ লিস্টন ক্লাসো তিন নম্বর গোলটি করে এবং ইস্টবেঙ্গল এর সাথে ব্যবধান হয়ে যায় 3-0। আজ কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে এটিকে মোহনবাগানের দল অবশ্য এটা আপনাদেরকে মানতেই হবে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*