Asian Games Live Streaming: এশিয়াডে মাঠে নামছে ভারতের পুরুষ ও মহিলা দল, কখন ও কোথায় ফ্রি’তে দেখবেন?


এশিয়ান গেমসের শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতীয় ফুটবল দলের। চিনের বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে। সমালোচনাও হয়েছে অনেক। কিন্তু সেই হারের শোক কাটিয়ে আজ বাংলাদেশের বিরুদ্ধে নামছে সুনীল ছেত্রীর দল। আজ ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা সময়ই বলবে। তবে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সকলে।

অন্যদিকে মেয়েদের ফুটবলে আজ এশিয়ান গেমশে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। মেয়েরা কেমন পারফরম্যান্স করেন, সেই দিকেও তাকিয়ে থাকবে গোটা দেখ। এবার দেখে নেওয়া যাক কখন দেখা যাবে এই দুই ম্যাচ।

এশিয়ান গেমসে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কোথায় হবে?

এবার চিনের হ্যাংঝাউয়ে এশিয়ান গেমসের আসর বসেছে। সেই হ্যাংঝাউয়ের হুয়াঙ্গলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ।

কখন থেকে ভারত বনাম বনাম ম্যাচ হবে?

ভারতীয় সময় অনুযায়ী, আজ দুপুর ১ টা ৩০ মিনিট থেকে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু হবে। অন্যদিকে মেয়েদের ভারত বনাম চাইনিজ তাইপেইয়ের ম্যাচ হবে বিকাল ৫ টায়।

ভারত বনাম বাংলাদেশ এভং ভারত বনাম চাইনিজ তাইপেই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে কোথায়?

এশিয়ান গেমসে ভারত বনাম চিনের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

এশিয়ান গেমসে ভারত বনাম বাংলাদেশ এবং চাইনিজ তাইপেই ম্যাচের লাইভস্ট্রিমিং কোথায় হবে?

অনলাইনে সোনি লিভ (SonyLIV) অ্যাপে ভারত বনাম বাংলাদেশ এবং চাইনিজ তাইপেই মেয়েদের ম্যাচের লাইভস্ট্রিমিং হবে। সেখানে রিচার্জ করে নিজের ফোন থেকে সরাসরি ভারত বনাম চিন ম্যাচ দেখতে পাবেন। এছাড়াও হিন্দুস্তান বাংলার লাইভ ব্লগে আপনি বিস্তারিত জানতে পারবেন।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*