
এশিয়ান গেমসের বিভিন্ন বিভাগের খেলা শুরু হয়ে গিয়েছিল আগেই। তবে শনিবার এই মাল্টি স্পোর্টস ইভেন্টের সরকারি ভাবে উদ্বোধন হয়। করোনা পরিস্থিতির কারণে এশিয়ান গেমস এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই ইভেন্টের শনিবার উদ্বোধন করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এবার এশিয়ান গেমসে ৩৫টি খেলায় ভারতের মোট ৬৫৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৩২৮ জন পুরুষ ও ৩২৫ জন মহিলা। ২০১৮ সালে জাকার্তায় জাকার্তা এশিয়ান গেমসে ৭০টি পদক পেয়েছিল ভারত। এর মধ্যে ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ ছিল। এবার তার চেয়েও বেশি পদক আসবে বলে আশা করা হচ্ছে।
এখন দেখে নেওয়া যাক রবিবার (২৪ সেপ্টেম্বর) এশিয়ান গেমসের ভারতের সম্পূর্ণ ক্রীড়াসূচি:
বক্সিং
মহিলাদের ৫৪ কেজি রাউন্ড অফ ১৬: প্রীতি পাওয়ার বনাম সিলিনা আলহাসনাত- ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট
মহিলাদের ৫০ কেজি রাউন্ড অফ ৩২: নিখাত জারিন বনাম থি ট্যাম গুয়েন- ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে
ক্রিকেট
মহিলাদের সেমিফাইনাল ১: ভারত বনাম বাংলাদেশ- সকাল সাড়ে ছ’টা
দাবা
পুরুষদের ব্যক্তিগত রাউন্ড ওয়ান এবং টু (বিদিত গুজরাঠি এবং অর্জুন এরিগাইসি)- ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা পর থেকে
মহিলাদের ব্যক্তিগত রাউন্ড ওয়ান এবং টু (কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোণাভাল্লি)- ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে
ই-স্পোর্টস
এফসি অনলাইন রাউন্ড অফ ৩২ এবং ব্র্যাকেট ম্যাচ (চরণজোৎ সিং এবং কারমান সিং টিক্কা)- ভারতীয় সময় সকাল ৮টা থেকে
আরও পড়ুন: গেমসের উদ্বোধনে প্রযুক্তির ব্যবহারের চমক, জমকালো অনুষ্ঠানে পরিবেশ দূষণ নিয়ে বার্তা চিনের
ফুটবল
মহিলাদের প্রথম রাউন্ড গ্রুপ বি: ভারত বনাম থাইল্যান্ড- ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে
পুরুষদের প্রথম রাউন্ড গ্রুপ এ: ভারত বনাম মায়ানমার- ভারতীয় সময়ে বিকেল ৫টা থেকে
ফেনসিং
ব্যক্তিগত বিভাগে পুরুষদের ফয়েল (দেব এবং বিবিশ কাথিরেসান)- ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা
ব্যক্তিগত বিভাগে মহিলাদের ইপি (এনা অরোরা এবং তনিক্ষা খাত্রী)- ভারতীয় সময় সকাল ১০টা থেকে
হকি
পুরুষদের প্রাথমিক পুল এ: ভারত বনাম উজবেকিস্তান- ভারতীয় সময় সকাল ৮টা ৪৫ থেকে
রাগবি সেভেনস
মহিলাদের পুল এফ: ভারত বনাম হংকং চিন- ভারতীয় সময় সকাল ১০টা থেকে
মহিলাদের পুল এফ- ভারতীয় সময় দুপুর ৩টে ৩৫ থেকে
রোয়িং
মহিলাদের লাইটওয়েট ডাবল স্কালস ফাইনাল বি (কিরণ, আংশিকা ভারতী)- ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা থেকে
পদক ইভেন্ট: পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ফাইনাল এ (অর্জুন লাল জাট, অরবিন্দ সিং)- ভারতীয় সময় সকাল ৭টা ১০ থেকে
পদক ইভেন্ট: পুরুষদের ডাবল স্কালস ফাইনাল এ (পারমিন্দর সিং, সতনাম সিং)-ভারতীয় সময় সকাল ৮টা থেকে
পদক ইভেন্ট: মহিলাদের কক্সলেস ফোর ফাইনাল এ (অস্বতী পিবি, মৃণাময়ী নীলেশ এস, থাংজাম প্রিয়া দেবী, রুকমণি)- ভারতীয় সময় সকাল ৮টা ২০ থেকে
পদক ইভেন্ট: পুরুষ কক্সলেস পেয়ার ফাইনাল এ (বাবু লাল যাদব, লেখ রাম)- ভারতীয় সময় সকাল ৮টা ৪০ থেকে
পদক ইভেন্ট: পুরুষদের কক্সড আট ফাইনাল এ (চরণজিৎ সিং, ডিইউ পান্ডে, নরেশ কালওয়ানিয়া, নীরজ, নীতেশ কুমার, আশিস, ভীম সিং, জাসবিন্দর সিং, পুনিত কুমার)- ভারতীয় সময় সকাল ৯টা থেকে
সেলিং
মাল্টি ইভেন্ট বিভাগে কোয়ালিফাইং রাউন্ড- ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে
আরও পড়ুন: পরনে খাকি রঙের শাড়ি আর কুর্তা- এশিয়ান গেমসের উদ্বোধনে পতাকা বহন করলেন লভলিনা, হরমনপ্রীত
শুটিং
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল যোগ্যতা অর্জন, ব্যক্তিগত ফাইনাল এবং দলের ফাইনাল (আশি চৌকসে, মেহুলি ঘোষ, রমিতা)- ভারতীয় সময়ে ভোর ৬টা থেকে
পুরুষদের ২৫ মিটার দ্রুত ফায়ার পিস্তল যোগ্যতা পর্ব ওয়ান (অনীশ, বিজয়বীর সিধু, আদর্শ সিং)- ভারতীয় সময়ে ভোর সাড়ে ৬টা থেকে
সাঁতার
পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল হিটস এবং ফাইনাল (আনন্দ এএস, তানিশ জর্জ ম্যাথিউ)- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটস এবং ফাইনাল (শ্রীহার্নি নটরাজ, উৎকর্ষ সন্তোষ পাতিল)- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
মহিলাদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে হিটস এবং ফাইনাল (জাহ্নবী চৌধুরী, ধিনিধি দেশিংহু, মানা প্যাটেল, শিবাঙ্গী সরমা)- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
টেনিস
পুরুষদের ডাবলস রাউন্ড ওয়ান: ভারত ২ বনাম নেপাল ১-ভারতীয় সময়ে সকাল সাড়ে ন’টা থেকে
পুরুষদের একক রাউন্ড ওয়ান: সুমিত নাগাল বনাম মার্কো হো টিন লিউং- ভারতীয় সময়ে সকাল সাড়ে ন’টা থেকে
টেবিল টেনিস
মহিলা দলের রাউন্ড অফ ১৬: ভারত বনাম থাইল্যান্ড- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
পুরুষদের দল রাউন্ড অফ ১৬: ভারত বনাম কাজাখস্তান- ভারতীয় সময়ে সকাল সাড়ে ন’টা থেকে
ভলিবল
পুরুষদের ক্লাসিফিকেশন প্রথম-ষষ্ঠ: ভারত বনাম জাপান- ভারতীয় সময়ে সকাল দুপুর ১২টা থেকে
উশু
পুরুষদের চ্যাংকুয়ান ফাইনাল (অঞ্জুল নামদেও, সুরজ সিং মায়াংলাম্বাম)-ভারতীয় সময়ে সকাল সাড়ে ছ’টা থেকে
পুরুষদের ৫৬ কেজি ১/৮ ফাইনাল: সুনীল সিং মায়াংলাম্বাম বনাম আর্নেল মন্ডল-ভারতীয় সময়ে বিকেল ৫টা থেকে
Leave a Reply