
লাইভ আপডেটস
Updated: 24 Sep 2023, 04:23 PM IST
এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবল দল। আজ সুনীলরা নামছে মায়ানমারের বিরুদ্ধে।
Asian Games IND vs MYANMAR Live: আজ মায়ানমারের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল। এশিয়ান গেমসের শুরুটা ভালো না হলেও তারা ঘুরে দাঁড়িয়েছে। পদকের দৌড়ে থাকতে হলে আজও জিততে হবে সুনীলদের। ম্য়াচের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইম বাংলার লাইভ ব্লগে।
IND vs MYANMAR Live: আজ কতটা প্রস্তুত টিম ইন্ডিয়া?
এশিয়ান গেমসের শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে লজ্জার হার স্বাভাবিক ভাবেই অনেক প্রশ্নের মুখে ফেলে দেয় তাদের। তবে বাংলাদেশের বিরুদ্ধে জয় ভারতরে পদকের লড়াউইতে টিকিয়ে রাখে। আজ মায়ানমারের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে নামছে সুনীল ছেত্রীরা।
IND vs MYANMAR Live: এশিয়ান গেমসে আজ ভারত নামছে মায়ানমারের বিরুদ্ধে
নমস্কার, হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাকে স্বাগত। ভারতীয় সময় বিকাল ৫টায় এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত এবং মায়ানমার। এই ম্যাচের সব আপটেডের জন্য চোখ রাখুন এখানে।
Leave a Reply