Asian Games Cricket: সেমিফাইনালে ভারত-বাংলাদেশের লড়াই, যারা জিতবে পদক নিশ্চিত, দেখে নিন শেষ চারের সূচি


এশিয়ান গেমসের বৃষ্টি বিঘ্নিত মহিলা ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালের সূচি নির্ধারিত হল। বৃহস্পতিবার শেষ আটের বাধা টপকে ভারত ও পাকিস্তান সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। শুক্রবার অপর ২টি কোয়ার্টার ফাইনালের বাধা ডিঙিয়ে শেষ চারের টিকিট হাতে পায় শ্রীলঙ্কা ও বাংলাদেশ। উল্লেখযোগ্য বিষয় হল, একমাত্র শ্রীলঙ্কা ছাড়া ম্যাচ জিতে পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেননি আর কোনও দল।

ভারত বনাম মালয়েশিয়া প্রথম কোয়ার্টার ফাইনাল:-

বৃষ্টির জন্য ভারত বনাম মালয়েশিয়ার প্রথম কোয়ার্টার ফাইনাল মাঝপথেই ভেস্তে যায়। ভারত শুরুতে ব্যাট করে ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তোলে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য ১৫ ওভারে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামে মালয়েশিয়া। তবে তারা বিনা উইকেটে ১ রান তোলার পরেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বাছাই তালিকার শীর্ষে থাকার সুবাদে সেমিফাইনালে ওঠে ভারত।

পাকিস্তান বনাম ইন্দোনেশিয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল:-

পাকিস্তান বনাম ইন্দোনেশিয়ার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত বাছাই তালিকায় এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে পাকিস্তান।

শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড তৃতীয় কোয়ার্টার ফাইনাল:-

শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। ১৫ ওভারের ম্যাচে শুরুতে ব্যাট করে থাইল্যান্ড ৭ উইকেটে ৭৮ রান তোলে। ৩১ রান করেন চানিদা। ১০ রানে ৪ উইকেট নেন শ্রীলঙ্কার প্রিয়দর্শিনী। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২ উইকেটে ৮৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৭ রান করেন চামারি আতাপাত্তু। ফলে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন:- IND vs AUS: মায়ের ‘ডেবিউ ম্যাচে’ হাফ-সেঞ্চুরি করেও আক্ষেপ গিলের, বাবার পরামর্শ মেনে চলতে পারেননি যে!

বাংলাদেশ বনাম হংকং চতুর্থ কোয়ার্টার ফাইনাল:-

বাংলাদেশ বনাম হংকং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাছাই তালিকায় এগিয়ে থাকার সুবাদে শেষ চারের টিকিট হাতে পায় বাংলাদেশ।

সেমিফাইনালের সূচি:-

প্রথম সেমিফাইনাল: ভারত বনাম বাংলাদেশ (রবিবার, সকাল ৬টা ৩০)।
দ্বিতীয় সেমিফাইনাল: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (রবিবার, বেলা ১১টা ৩০)।

আরও পড়ুন:- World Cup 2023 Prize Money: ট্রফি ছাড়াও বিশ্বচ্যাম্পিয়নরা পকেট ভরে টাকা নিয়ে মাঠ ছাড়বে, পুরস্কার মূল্য ঘোষণা করল ICC

সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে:-

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী যদি কোনও নক-আউট ম্যাচ ভেস্তে যায়, তবে ব়্যাঙ্কিং অনুযায়ী বাছাই তালিকায় যে দল এগিয়ে থাকবে, তারা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ, ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে শীর্ষবাছাই হওয়ার সুবাদে ফাইনালে উঠবে ভারত। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে পাকিস্তান।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*