Asian Games 2023 Men’s 10m air rifle- World record গড়ে প্রথম স্বর্ণপদক জয়, চিন-কোরিয়ার সঙ্গে ভারতের দারুণ লড়াই – Asian Games 2023


সোমবার এশিয়ান গেমস ২০২৩-এ প্রথম স্বর্ণপদক জিতল ভারত। শুটিংয়ে এই স্বর্ণপদক জিতেছে ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে, ভারতের দিব্যাংশ সিং পাওয়ার, রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল এবং ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছেন এবং ভারতের জন্য স্বর্ণপদক জিতেছেন। শুটিং ছাড়াও দ্বিতীয় দিনে ব্রোঞ্জ পদকও জিতেছে ভারত। তবে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ভারত। ১০ মিটার পুরুষদের রাইফেল (টিম) বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে ভারত। ভারতের সংগ্রহ ১৮৯৩.৭ পয়েন্ট।

তবে এই সোনা জয়টা খুব একটা সহজ ছিল না। প্রথম দিকে অনেকটাই পিছনে ছিলেন দিব্যাংশ সিংরা। কীভাবে বদলে গেল সেই ছবি চলুন দেখে নেওয়া যাক।

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে যে বিব নম্বর এবং ফায়ারিং পয়েন্টগুলি নিয়ে ভারতীয় শুটাররা নেমেছিলেন সেগুলো হল:

১. দিব্যাংশ সিং পানওয়ার: FP 18, BIB 1131

২. ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর: FP 54, BIB 1133

৩. রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল: FP 57, BIB 1132

প্রথম থেকেই একটু পিছনে ছিলেন দিব্যাংশ সিং পানওয়ার, ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর ও রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল। প্রথম দিকে চিন অনেকটাই এগিয়ে গিয়েছিল। তার পরেই ছিল কোরিয়া। তৃতী স্থানে ছিল ভারত।

চতুর্থ সিরিজের পরে কারা কত নম্বরে ছিল-

১. চিন: ১৪৫০.৬

২. কোরিয়া: ১৫৩২.৫

৩. ভারত: ১২৮০.১

টানা চারটে সিরিজ পিছিয়ে থাকার পরে ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম সিরিজের পরে এগিয়ে যায় ভারত:

১. ভারত: ১৭৫৬.৩

২. কোরিয়া: ১৭৮৫.৮

৩. চিন: ১৬৯৯.৪

ছয় নম্বর সিরিজের পরে সোনা নিশ্চিত করে ভারত। দারুণ একটা ফাইট ব্যাক করে এশিয়ান গেমসে ভারতের জন্য প্রথম সোনা জেতে ভারত। তবে এর মাঝেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলে ভারত।Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*