Asian Games: হাংঝাউয়ে দুরন্ত নিখাত জারিন, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টের বিরুদ্ধে সহজ জয় ভারতীয় তারকার


শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় দুপুরে হাংঝাউ জিমনেশিয়াম কক্ষে দর্শকদের উৎসাহ, উদ্দীপনা দেখে বোঝার উপায় ছিল না যে বক্সিংয়ে প্রথম রাউন্ডের ম্যাচ হচ্ছে না ফাইনাল! এতটাই উত্তেজনার পারদ চড়েছিল যে নিখাত জারিনরা রিঙে নামার আগেই যেন মুখরিত হয়েছিল আকাশ বাতাস‌। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের পুনরাবৃত্তি হল যেন এদিন রাউন্ড -১’র ম্যাচে। ভারতের তারকা বক্সার নিখাত জারিন এদিন মুখোমুখি হয়েছিলেন ভিয়েতনামের তাম-থি-এনগুয়েনের বিরুদ্ধে। তবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের মতন এদিন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হল না। এদিন ম্যাচে সহজ জয় তুলে নিলেন নিখাত জারিন।

প্রতিটি বিচারকের সিদ্ধান্তেই ম্যাচে জয়ী হয়েছেন নিখাত জারিন। মেয়েদের ৫০ কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে এদিন সহজ জয় পেলেন নিখাত জারিন। ম্যাচ শুরুর আগে এদিন যখন এরিনায় প্রবেশ করেন এনগুয়েন‌ তখন তাঁর ভক্তদের চিৎকার, চেঁচামেচিতে কান পাতা একেবারে দায় হয়ে দাঁড়ায়। মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা হয় নিখাত জারিনের উপরে। তবে ম্যাচ শুরু হতেই চিত্রটা যায় বদলে। প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখায় নিখাতকে। অনবদ্য পায়ের মুভমেন্ট ছিল তাঁর। বিপক্ষের বিরুদ্ধে একের পর এক ডিফেন্স চেরা পাঞ্চ তাঁকে করতে দেখা যায়। ম্যাচ শেষে সহজ জয়ের পর যখন রেফারি বাচির আববার জয়ী হিসেবে নিখাতের হাতটি তুলে ধরেন তখন অবশ্য তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি স্টেডিয়াম। গোটা এরিনার সকলে দাঁড়িয়ে পরে তাঁকে সম্মান জানান।

এদিন নিখাতের ডিফেন্সও ছিল বেশ আঁটোসাঁটো। বেশ কিছু পাঞ্চ তিনি এড়িয়ে যান তাঁর অনবদ্য রিফ্লেক্সে। এর পরবর্তীতে একের পর এক বাঁহাতের জ্যাব এবং ডানহাতের ক্রস পাঞ্চে বিব্রত করে দেন এনগুয়েনকে। দ্বিতীয় রাউন্ডে ও গল্পটা মোটামুটিভাবে এক ছিল।এদিন দ্রুতগতির আক্রমণের সঙ্গে ডিফেন্সে অনবদ্য রিফ্লেক্সের মিশেল ঘটিয়ে তিনি বিপক্ষকে চমকে দিয়ে সহজ জয় তুলে নেন। ম্যাচ জয়ের পরে অবশ্য কঠিন সূচি নিয়ে ও তিনি যে হতবাক তা জানাতে ভোলেননি নিখাত। ম্যাচ শেষে নিখাত জানিয়েছেন ‘ আমি সত্যিই হতবাক প্রথম রাউন্ড থেকেই এমন কঠিন সূচি থাকায়।তবে আমার দীর্ঘদিনের কঠোর অনুশীলনের সুফল এদিন পেয়েছি। যা পরিকল্পনা করে নেমেছিলাম।‌ রিঙে তাঁর বাস্তবায়ন ঘটেছে। ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে অনেকটাই এনার্জি ও বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলাম। প্রথম দুই রাউন্ডে আক্রমণ করাই আমার লক্ষ্য। আজ তাতে আমি সাফল্য পেয়েছি। যার ফলেই আমি তুলনামূলক সহজ জয় তুলে নিতে পেরেছি।’



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*