Asian Games: বৃষ্টিতে ভারত-মালয়েশিয়া ম্যাচ বাতিল,তবু সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে?


বৃষ্টি যেন ভারতীয় ক্রিকেট দলের পিছু ছাড়ছে না। সেটা পুরুষ ক্রিকেট টিম হোক, বা মহিলা ক্রিকেট টিম। এশিয়া কাপে রোহিত শর্মাদের ম্যাচে বৃষ্টি বারবার বিঘ্ন ঘটিয়েছে। এ বার এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট টিমের প্রথম ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেল। বৃহস্পতিবার হ্যাংঝুতে ভারত বনাম মালয়েশিয়া মহিলা কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভার চলার সময়ে বৃষ্টি নামে। যে কারণে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। সেই সময়ে ৫.৪ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ৬০ রান। বৃষ্টি বন্ধ হয়ে খেলা শুরু হলে, ওভার কমিয়ে ১৫ করে দেওয়া হয়।

খেলা আবার শুরু হওয়ার পর, ভারত ১৫ ওভারে ২ উইকেটে হারিয়ে ১৭৩ রান করে। সৌজন্যে শেফালি বর্মার ৩৯ বলে ঝোড়ো ৬৭ রান। সঙ্গে যোগ হয় জেমিমা রডরিগেজের ২৯ বলে ৪৭ রান। এছাড়া ওপেন করতে নেমে স্মৃতি মন্ধানা করেছিলেন ১৬ বলে ২৭ রান। চারে ব্যাট করতে নেমে রিচা ঘোষের ৭ বলে ২১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। ডিএলএস নিয়মে মালয়েশিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রানের।

তবে মালয়েশিয়া ব্যাট করতে নামসে, দু’বল খেলা হতে না হতেই ফের ঝেঁপে আসে বৃষ্টি। এত জোরে বৃষ্টি হয় যে পুনরায় খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচটি বাতিল হয়ে যায়। ভারত অবশ্য সেমিফাইনালে উঠেছে। কিন্তু প্রশ্ন হল কী ভাবে?

এশিয়ান গেমসের নিয়মানুযায়ী, আবহাওয়া সংক্রান্ত উদ্বেগ বা অন্য কোনও কারণে যদি কোনও ক্রিকেট ম্যাচ বাতিল বা পরিত্যক্ত হয়, তাহলে যে দল র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে, সেই দলই পরবর্তী রাউন্ডে যাবে। এই বিষয় পুরোটাই আইসিসি র‌্যাঙ্কিংয়ের উপর নির্ভরশীল। আইসিসি-র ওডিআই র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারতের মেয়েরা চতুর্থ স্থানে রয়েছে এবং মালয়েশিয়া রয়েছে ২৭ নম্বরে। অর্থাৎ মালয়েশিয়ার চেয়ে ভারত ১৯ ধাপ এগিয়ে রয়েছে। যদি সেমিফাইনালের ম্যাচও কোনও কারণে ভেস্তে যায়, তাহলে স্মৃতি মন্ধানারা আবার ফাইনালে উঠে যাবে। মোদ্দা কথা, র‌্যাঙ্কিংয়ে যে দল এগিয়ে থাকবে, ম্যাচ কোনও কারণে বাতিল হলে সেই দল বাড়তি সুবিধে পেয়ে যাবে। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের লড়াই করার পুঁজি থাকলেও, তখন আর কোনও কিছুই করার থাকবে না তাদের।Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*