Asian Games: বাংলাদেশকে হারিয়েও খুশি নন সুনীল ছেত্রী! দল নিয়ে কী বললেন ভারতীয় দলের ক্যাপ্টেন?


বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ জিতেও বেশ হতাশ সুনীল ছেত্রী। এশিয়ান গেমসে চিনের কাছে হারের ধাক্কা কাটিয়ে বাংলাদেশকে হারিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত গোল পায়নি দল, পরে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করে দলকে জেতান সুনীল ছেত্রী। ম্যাচ শেষে সুনীলকে প্রশ্ন করা হয়, ভারতের প্রস্তুতি কেমন হয়েছে? জবাবে সুনীল বলেন, ‘সবাই সেটা জানে। এই নিয়ে মুখ খুলে আর বিপদে পড়তে চাই না। খালি একটা কথাই বলতে পারি। বাংলাদেশের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেয়েছি। সেটাই আসল।’ ভারতের চেয়ে বেশ কয়েক ধাপ পিছনে রয়েছে বাংলাদেশ। তবুও গোল পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের পর হতাশা চেপে রাখতে পারেননি দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দলের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, ‘সত্যিই হতাশাজনক। আমাদের অনেক উন্নতির প্রয়োজন। ফাইনাল পাস, মুভমেন্ট ঠিক করা দরকার। যদিও এই তিন পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল আমাদের জন্য।’

এশিয়ান গেমস খেলতে আসার আগেই বাবা হয়েছেন সুনীল ছেত্রী। দায়িত্ব এখন অনেকটাই বেড়ে গিয়েছে। তবে দেশের দায়িত্বও সঠিক ভাবে পালন করতে চান তিনি। তাইতো ম্যাচ শেষে বললেন, ‘ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা না বলাই ভালো। চিন ম্যাচের পর আমরা যে কী সমস্যায় পড়েছিলাম, তা আমরাই জানি। তবে বাবা হওয়ার পর অবশ্যই একটা ভালো লাগা কাজ করছে। একই সঙ্গে শান্তিও এসেছে জীবনে। আমার স্ত্রী আর সন্তানকে মিস করছি। কোনও রকম প্রস্তুতি ছাড়াই এশিয়ান গেমসে খেলতে এসেছি। যারা দলের সঙ্গে খেলতে আসেনি, তারা এখন আমাদের থেকে অনেকটাই দূরে আছে। তবে যাই-ই বলি না কেন, তা ম্যাচে প্রভাব ফেলবে না।’ ম্যাচ জিতলেও দলের ছেলেরা যে ভালো খেলতে পারেননি বলে জানিয়েছেন সুনীল। ভারত অধিনায়কের কথায়, ‘আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখনও অনেক উন্নতি করতে হবে। তবে খেলায় জেতা আসল, পয়েন্ট পাওয়াটা আসল। সেটাই হয়েছে। পরের ম্যাচে ভালো খেলতে হবে।’

রবিবার মায়ানমারের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতের। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে জিততেই হবে সুনীলদের। একই সঙ্গে ফ্যাক্টর হতে পারে গোলপার্থক্য। মায়ানমার ম্যাচই এখন ফোকাস ভারতীয় দলের। ক্যাপ্টেন ছেত্রীও বলছেন, ‘আমরা এখন মায়ানমার ম্যাচ নিয়েই ভাবছি। ৫ দিনের মধ্যে ৩টে ম্যাচ খেলা খুব কঠিন। আমাদের দ্রুত ফিট হতে হবে।’ ভারতীয় ফুটবলের এই অবস্থার জন্য খানিকটা হলেও দায়ী সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসে ফুটবলার ছাড়ার জন্য ক্লাবগুলিকে রাজি করাতে ব্যর্থ ফেডারেশনের কর্তারা। তাঁদের অনুরোধ শোনেনি ক্লাব। ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ায় দেশের জন্য ফুটবলার ছাড়তে রাজি হয়নি বেশির ভাগ ক্লাব। এই অবস্থাতে নিজেদের সেরাটা দিতে চাইছেন সুনীলরা।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*