Asian Games: পুরুষদের ভলিবলে কোয়ার্টার ফাইনালেই থামল স্বপ্নের দৌড়, জাপানের কাছে হার ভারতের


শুভব্রত মুখার্জি: চলতি এশিয়ান গেমসে পুরুষদের ভলিবলে ভারতের শুরুটা দারুন হয়েছিল। তিনবারের এশিয়াড চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবথেকে বড় চমকটা দিয়েছিল ভারতীয় দল। এছাড়া ও কাম্বোডিয়ার বিরুদ্ধে এবং চাইনিজ তাইপের বিরুদ্ধে সহজ জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। চলতি এশিয়ান গেমসে স্বপ্নের দৌড় চলছিল ভারতের পুরুষদের ভলিবল দলের। সেই দৌড় অবশ্য রবিবার থেমে গেল কোয়ার্টার ফাইনালে। জাপানের কাছে হেরে গেল ভারতীয় দল।

জাপানের বিরুদ্ধে ভারতের লড়াইটা এমনিতেও কঠিন ছিল। এশিয়াতে এই মুহূর্তে এক নম্বর দল জাপান। তাদের বিরুদ্ধে লড়াইটা স্বাভাবিকভাবেই সহজ ছিল না। বাস্তবে হলও তাই। ভারতকে ৩-০ ফলে হারিয়ে দিল ছাপান। খেলার ফল জাপানের পক্ষে ২৫-১৬,২৫-১৮ এবং ২৫-১৭। স্ট্রেট সেটে ভারতকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল জাপান। এদিন প্রথম সেট থেকেই ভারতকে চেটে ধরে জাপানকে। প্রথম সেটে একটা সময়ে ভারত পিছিয়ে পড়ে ১০-৬ ফলে। সেখান থেকে আর কামব্যাক করা সম্ভব হয়নি।

প্রথমে ১৫-৮ ফলে পিছিয়ে যায় ভারত। এরপর ২৫-১৬ ফলে সেট জয় নিশ্চিত করে জাপান। দ্বিতীয় সেটে ও ফলাফল অনেকটা একরকম ছিল। ২৫-১৮ ফলে এই সেট জিতে নেয় জাপান। তৃতীয় সেটে একটা সময় সমানে সমানে টক্কর দিচ্ছিল ভারতীয় দল। একটা সময় স্কোর ছিল ১০-১০। সেখান থেকেই জাপান নিজেদের খেলা উন্নতি ঘটায়। এরপরেই ১৯-১৪ ফলে এগিয়ে যায় জাপান। সেখান থেকেই ২৫-১৭ ফলে সেট জেতার পাশাপাশি ম্যাচ ও জিতে যায় জাপান।

এই হারের ফলে চলতি এশিয়ান গেমস থেকে পুরুষদের ভলিবলে ভারতের পদক জয়ের সব আশা শেষ হয়ে গেল। এদিনের ম্যাচে ভারতের ব্লকারদের কার্যত নিষ্ক্রিয় করে দেন জাপানের অ্যাটাকাররা। নেটে ভারতীয়দের এদিন কার্যকারিতা নষ্ট করে দিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। আর তাদের এই নিয়ন্ত্রণ নেওয়ার ফলেই ম্যাচে আক্রমণ জমাতে পারেনি ভারতীয়রা। ফলস্বরুপ এদিন ম্যাচে কার্যত বিনা প্রতিরোধে হারতে হল ভারতকে।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*