Asian Games: পাকিস্তানের বিরুদ্ধে মাত্র দ্বিতীয় T20-তে জয়! তাতেই এশিয়াডে ৯ বছরের পদক খরা কাটল বাংলাদেশের


শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমস। এবারের এশিয়ান গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। পুরুষ এবং মহিলা উভয় দলই অংশ নেয়। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলও খেলতে নামে। আর সেখানেই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেল। বাংলাদেশ শেষ বার পদক জিতেছিল ২০১৪ সালে। এবারের এশিয়ান গেমসে তারা প্রথম পদক জিতল। দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে আনতে পারলো পদক।

এর আগে এই গেমসে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু তখন বাংলাদেশ জিততে পারেনি। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হারে পাকিস্তান। দুই ম্যাচে দুই দল হারায় তার তাদের লক্ষ্য ছিল ব্রোঞ্জ জেতার। আর ব্রোঞ্জ জেতার লড়াইয়ে শেষমেশ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ জিতে যায়।

এদিন ম্যাচে টসে জেতে বাংলাদেশ। নিগার সুলতানা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশে বোলাররা প্রথম ওভার থেকে বুঝিয়ে দেন তারা দাপটের সঙ্গে খেলবে। অন্যদিকে পাকিস্তানেরও বেশ কয়েকজন ভালো ক্রিকেটার ছিল। কিন্তু টপ অর্ডারে খেলোয়াড় থাকলেও বাংলাদেশে বোলারদের কাছে তারা টিকতে পারেনি। পাকিস্তান পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারায়। শেষ পর্যন্ত হাল ধরার চেষ্টা করেছিলেন নিগার ও আলিয়া রিয়াজ। কিন্তু শেষমেষ তারাও কিছু করতে পারেননি। প্রথম থেকেই তাদের যে উইকেট পতন শুরু হয় সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। আর এই কারণেই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান করতে পারে পাকিস্তান। বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন বোলাররা। এরমধ্যে সোমা আখতার নেন ৩টি উইকেট। এছাড়াও ২টি উইকেট নেন সঞ্জিদা আখতার মেঘলা।

অল্প কিছু রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন বাংলাদেশ। বেশি রান না থাকার কারণে বাংলাদেশের ব্যাটারা বেশ বুদ্ধিমত্তার সাথে ধীরেসুস্থে খেলেছেন। আর এই ধীরেসুস্থে খেলার জন্য পাকিস্তানের বোলাররা উইকেট নিতে বেশ সমস্যার মধ্যে পড়ে। ওপেনার জুটি তুলে দিয়েছিল ২৭ রান। আর এখানে পাকিস্তানের আশার আলো নিভে গিয়েছিল। এরপরেই আউট হতে থাকে ওপেনিং জুটিরা। তবে মিডল অর্ডারের ব্যাটাররা নামেন তিনি ঠিকঠাক রান পাননি। কিন্তু তাতে বাংলাদেশের জেতার লক্ষ্যে কোনও প্রভাব পড়েনি। মাত্র ৫ উইকেট হারিয়ে ১৮.২ ওভারেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে বাংলাদেশ। এই জয়ের পর তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ এই জয় তাদেরকে তাদের খরা কাটাতে সাহায্য করেছে। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটলো এদিন।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*