
শুভব্রত মুখার্জি: হ্যাংঝু এশিয়ান গেমসের প্রথমেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এল সুখবর। দ্বিতীয় দিনেই বিরাট বড় অঘটন ঘটালো ভারতের ভলিবল দল। তিন বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়ে দিল গ্রুপ পর্যায়ে।আর তার পাশাপাশি তারা নিশ্চিত করল নক আউট পর্বের টিকিট। উল্লেখ্য ভারত এর আগে তাদের ম্যাচে হারিয়েছিল কাম্বোডিয়া দলকে। ফলে পাঁচ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকেই নক আউট পর্বে যাওয়া নিশ্চিত করল। এখনও পর্যন্ত এশিয়ান গেমসের অন্যতম বড় অঘটন বলা যেতে পারে। বুধবার দুরন্ত ছন্দে পাওয়া গেল ভারতীয় ভলিবল দলকে। গত বারের রুপোজয়ীদের হারিয়ে অঘটন ঘটিয়ে দিল তারা।
ভারতের পক্ষে খেলার স্কোর ৩-২ (২৫-২৭,২৯-২৭,২৫-২২,২০-২৫ এবং ১৭-১৫)। গ্রুপ-সি-তে এটাই ছিল ভারতের শেষ ম্যাচ। যে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নিল তারা। এই জয় নিশ্চিত করতে তাদের লড়তে হল ২ ঘন্টা ৩৮ মিনিট। মঙ্গলবারই ভারত তাদের প্রথম ম্যাচ খেলেছিল কাম্বোডিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে অবশ্য এই ম্যাচের মতন ঘাম ঝরাতে হয়নি ভারতীয় ভলিবলারদের। ওই ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারতীয় দল। ৩-০ সেটে তারা হারিয়ে দিয়েছিল কাম্বোডিয়াকে।
পরপর দুই ম্যাচে জয়ের ফলে ভারত তাদের গ্রুপ থেকে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে। এদিন ভারতের হয়ে স্টার পারফর্মার ছিলেন অমিত গুলিয়া এবং আশওয়াল রাই। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা ছিনিয়ে নিয়েছেন। তাদের পারফরম্যান্সে ভর করেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভারত তাদের দিকে ঘোরাতে সমর্থ হয়। ফলে ম্যাচের রাশ কোনও সময়েই ভারতের হাত থেকে কাড়তে পারেনি দক্ষিণ কোরিয়ার ভলিবলাররা। ভারত তাদের পরবর্তী রাউন্ডে কাদের সঙ্গে খেলবে, তা এখন ও নিশ্চিত হয়নি। তবে চাইনিজ তাইপে অথবা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ভারত পরবর্তী রাউন্ডে খেলবে। এই ম্যাচে জিতলেই তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। ভারতীয় ভলিবলের ইতিহাসে যা হবে নজির সৃষ্টিকারী ঘটনা। ভারত ভলিবল থেকে দীর্ঘ দিন কোনও পদক আসেনি। তাদের শেষ পদক এসেছিল ১৯৮৬ সালের গেমস থেকে। সে বার গেমসে ভারতীয় দল ব্রোঞ্জ পদক জিতেছিল। গত এশিয়ান গেমসে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ইন্দোনেশিয়াতে তারা ১২তম স্থানে শেষ করেছিল। এবার ভারতীয় দল স্বাভাবিক ভাবেই মুখিয়ে থাকবে ১৯৮৬ সালে জেতা পদকের রং পরিবর্তন করতে।
Leave a Reply