Asian Games: কখনও ভাবিনি আমি একদিনে দুটি পদক পাব, উচ্ছ্বসিত শুটার ঐশ্বর্য প্রতাপ সিং


শুভব্রত মুখার্জি: এশিয়ান গেমস হোক বা কমনওয়েলথ গেমস বা অলিম্পিক্সের মতো বিশ্ব ক্রীড়া মঞ্চের অন্যতম বড় আসর, সেখানে পদক জয় কিন্তু একেবারেই সোজা কথা নয়‌। তার উপর একদিনে দু দুটি পদক জয়! বিষয়টি একেবারেই অবিশ্বাস্য। তবে অবিশ্বাস্য শোনালে ও এমন ঘটনাই ঘটে গেল বাস্তবে। সোমবার চিনের হ্যাংঝাউতে ভারতীয় সময় একেবারে কাকভোরে অসাধ্য সাধন করে দেখালেন ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতের হয়ে সোনা জেতেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত বিভাগে ওই এক বিভাগেই ব্রোঞ্জও পান তিনি।

সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে ভারতের হয়ে সোনা জেতেন তিন ভারতীয় তরুণ। সোনা জয়ের পাশাপাশি এদিন চিনের এক মাসের পুরনো বিশ্বরেকর্ডও ভেঙে দেয় ভারতীয় দল। ঐশ্বর্য প্রতাপ সিং তোমারকে নিয়ে এই মুহূর্তে গোটা দেশ যেন উৎসাহ উদ্দীপনাতে ভাসছে। এর আগে বিশ্ব মিট ও বিশ্বকাপে থেকেও সোনা জিতেছেন এই তরুণ শুটার। তবে এশিয়াডে সোমবারের দিনটা মনে রাখার মতন ছিল মধ্যপ্রদেশের ২২ বছরের শুটারের। পদক জয়ের প্রত্যাশা ছিলই যা সত্যি করলেন নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে। নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলকে হতবাক করে দিয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।

এদিন পদক জয়ের পরে ভারতীয় শুটার জানিয়েছেন, ‘সত্যি কথা বলছি, আমি একবারও ভাবিনি যে এশিয়ান গেমসে একই দিনে দুটো পদক জিততে পারব আমি। যখন বাস্তবে তা ঘটেছে তখন সত্যি আমার কাছে বলার মতন ভাষা নেই। তবে শুধু সোনা জেতাই নয়, বিশ্বরেকর্ড গড়ে সোনা জয় আমাদের কাছে ছিল একটা স্পেশাল বিষয়।

দলগত বিভাগে বিশ্বরেকর্ড সহ সোনা জিততে পেরে আমরা সত্যিই খুব খুশি। যে কোনও দেশের যে কোনও অ্যাথলিটের কাছে এটা অত্যন্ত গর্বের একটা বিষয়। যখন সে বিশ্বমঞ্চে পোডিয়ামে দাঁড়াতে পারে এবং তার পাশাপাশি নিজের দেশের জাতীয় সঙ্গীত ও শোনার সুযোগ সে পায়।’ উল্লেখ্য আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব মিটের দলিত ইভেন্টে চিন ১৮৯৩.৩ পয়েন্ট পেয়েছিল। এদিন হ্যাংঝাউতে সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছেন ভারতীয় শুটাররা।



Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*